You will be redirected to an external website

Skin Care Tips: ঘুম থেকে উঠে ত্বক থাকুক টাটকা, মনও ফ্রেশ! সকালের স্কিনকেয়ারে মেনে চলুন এই টিপসগুলো

If you wake up and see a tired, dull face in the mirror, you'll feel depressed before the day even begins.

সকালের স্কিনকেয়ারে মেনে চলুন এই টিপসগুলো

ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে যদি ক্লান্ত, নিষ্প্রভ মুখ দেখতে হয়, দিনটা শুরু হওয়ার আগেই মন খারাপ হয়ে যায়। অথচ মাত্র কয়েকটা সহজ অভ্যাসেই সকালটা হতে পারে একেবারে রিফ্রেশিং। রাতের বিশ্রামের পর ত্বককে জাগিয়ে তোলা আর নতুন দিনের প্রস্তুতি নেওয়া দুটোই সমান গুরুত্বপূর্ণ। দেখে নিন, কীভাবে ঘুম থেকে ওঠার পর কয়েকটি ছোট্ট ধাপে আপনার ত্বক ফিরে পেতে পারে প্রাকৃতিক উজ্জ্বলতা।

১. মুখে ছিটিয়ে দিন ঠান্ডা জল

ঘুম থেকে উঠেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, চোখের ফোলাভাব কমায় এবং ত্বককে মুহূর্তেই জাগিয়ে তোলে।

২. নরম ক্লিনজার ব্যবহার করুন

রাতে ঘাম ও ত্বকের তেল জমে যায়। ঘুম থেকে উঠে একটি জেন্টল ফোমিং ক্লিনজার ব্যবহার করলে ময়লা পরিষ্কার হয় এবং ত্বক থাকে সতেজ।

৩. টোনার দিয়ে রিফ্রেশ করুন

অ্যালকোহল-ফ্রি টোনার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখে, রোমকূপ টাইট করে এবং দিন শুরুর আগে ত্বকে এনে দেয় হালকা শীতল অনুভূতি।

৪. হালকা ময়েশ্চারাইজার লাগান

রাতে ঘুমের সময় ত্বক আর্দ্রতা হারায়। তাই সকালে হালকা, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক থাকবে কোমল ও টানটান।

৫. সানস্ক্রিন ভুলবেন না

সূর্যের আলো ঘরের ভিতরেও ত্বকের ক্ষতি করে। তাই বাইরে বেরনোর আগে নয়, ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই SPF যুক্ত সানস্ক্রিন লাগান।

৬. লেবু-মধুর ডিটক্স ওয়াটার

সকালে এক গ্লাস কুসুম গরম জলে কয়েক ফোঁটা লেবু ও এক চা চামচ মধু মিশিয়ে খেলে শরীর ডিটক্স হয়, ত্বকও ভিতর থেকে উজ্জ্বল হয়।

৭. হালকা স্ট্রেচিং বা মেডিটেশন

রক্ত চলাচল বাড়ায়, স্ট্রেস কমায়। শরীর ও মন যদি ফ্রেশ থাকে, ত্বকেও তার প্রভাব দেখা যায়—তরতাজা ও উজ্জ্বল।

৮. লিপ বাম ও আন্ডার-আই কেয়ার

চোখ ও ঠোঁটের চারপাশের ত্বক সবচেয়ে নরম। তাই সকালে এই দুটি জায়গার যত্ন নিন—একটু আই ক্রিম ও লিপ বাম ব্যবহার করুন।

৯. ঘর হাওয়া চলাচল রাখুন

ঘুমানোর ঘর যদি বন্ধ হয়ে থাকে, সকালে জানালা খুলে দিন। তাজা বাতাস ও প্রাকৃতিক আলো ত্বকের কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

উল্লেখ নেই ভারতের! কোলাপুরি চপ্পল নকল করে বিতর্কে ইতালিয়ান ফ্যাশান সংস্থা প্রাডা Read Previous

উল্লেখ নেই ভারতের! কোলাপ...

Many people want dal in their daily menu. However, to change the taste, many people add onion to dal. Read Next

ছোলার ডালে দিয়ে দিন মাং...