You will be redirected to an external website

উপত্যকায় এবার ‘অপারেশন মহাদেব’, পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জঙ্গি নিকেশ

Great success in combating militancy in the valley.

উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য

উপত্যকায় জঙ্গি দমনে বিরাট সাফল্য। শ্রীনগরে “অপারেশন মহাদেবে” নিকেশ তিন জঙ্গি। মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলায় যুক্ত ছিল এই তিন জঙ্গি। সেনা-সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিকেশ করা হয়েছে জঙ্গিদের। এখনও চলছে এনকাউন্টার। দিন সকাল ১১টা নাগাদ শ্রীনগরের কাছে লিডবাসে এনকাউন্টার শুরু হয়। সেনার কাছে গোপন সূত্রেই খবর ছিল. কয়েকজন বিদেশি জঙ্গি লুকিয়ে ছিল। সেই সূত্র ধরেই মাউন্ট মহাদেবের পাদদেশে এই উপত্যকায় বিরাট অভিযান শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা গুলির লড়াই চলার পর ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিকেশ হওয়া জঙ্গিরা টিআরএফ সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। পহেলগাঁও মাস্টারমাইন্ড সুলেমানকে নিকেশ করা হয়েছে বলেই সূত্রের খবর।

 

এখনও অভিযান চলছে, আরও দুইজন জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের খোঁজা হচ্ছে। একটি জঙ্গিঘাঁটি সেনার নজরে এসেছে। সেখান থেকে অনেকগুলি অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে।জানা গিয়েছে, নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে, যা ডিকোড করে সেফ হাউস ও পি-৩ শব্দ সামনে এসেছে। মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলার সঙ্গে এই জঙ্গিরা যুক্ত থাকতে পারে।

 

সূত্রের খবর, দুই দিন আগেই সেনার নজরে এসেছিল বেশ কিছু সন্দেহজনক যোগাযোগ। শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গল থেকে এই কমিউনিকেশন করা হয়েছিল। এরপরই আজ যৌথ অভিযানে নামে সেনা, পুলিশ ও সিআরপিএফ। স্থানীয় বাসিন্দারাও জঙ্গিদের লোকেশন খুঁজে বের করতে সাহায্য করেছেন।

 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Couple votes in two countries at once! As soon as the news came out, they went missing Read Next

একসঙ্গে দুই দেশে ভোট দেন!...