দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ! জালে উঠল ৫০টি নড়ে ভোলা, দর উঠল সাড়ে ৪ লক্ষ টাকা |
দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ! জালে উঠল ৫০টি নড়ে ভোলা, দর উঠল সাড়ে ৪ লক্ষ টাকা
দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ!
দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ। খুশি সমুদ্র থেকে ফেরা মৎস্যজীবীরা। না, ইলিশ নয়। মৎস্যজীবীদের জালে জড়াল নড়ে ভোলা মাছ। তাও সংখ্যায় একটা-দুটো নয়। মোট ৫০টি প্রমাণ সাইজের মাছ ধরা পড়েছে জালে। ওই মাছ প্রায় সাড়ে চার লক্ষ টাকায় বিক্রি হল।
জানা গিয়েছে, দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে এফবি প্রিয়াঙ্কা নামের ট্রলারে সমুদ্রে ইলিশ ধরতে বেরিয়েছিলেন মৎস্যজীবীদের দল। কিন্তু কোথায় ইলিশ! সমুদ্রে একাধিক জায়গায় জাল ফেলেও ইলিশ মাছ ধরা পড়েনি। প্রথমে হতাশও হয়ে পড়েছিলেন তাঁরা। এবার শূন্য হাতেই ফিরতে হবে তাঁদের! সেকথা ভেবেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে দাদন নিয়ে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া দরিদ্র মৎস্যজীবীর দলের। কিন্তু শেষপর্যন্ত তাঁদের নিরাশ হতে হয়নি। ঘরে ফেরার মুখেই তাঁদের জালে বন্দি হল পেল্লাই মাপের নড়ে ভোলার ঝাঁক।
জাল ভারী হয়ে যাওয়ায় বেশ কিছু মাছ জাল থেকে বেরিয়ে যায়। তবে জালে বন্দি থাকা নড়ে ভোলার সংখ্যাটাও খুব একটা কম ছিল না। একটা নয়, দু’টো নয়, ৫০টি পেল্লাই মাপের নড়ে ভোলা মাছ নিয়ে উপকূলে ট্রলার ভেড়ালেন ওই মৎস্যজীবীর দল। খবর যায় ট্রলার মালিক বাসুদেব দাসের কাছেও। তিনিও বেজায় খুশি। সোমবার রাতেই ওই ট্রলার পাড়ে আসে। একে একে নামানো হয় ওই ৫০টি নড়ে ভোলা। রাতেই ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মাছের আড়তে নিলাম হয়। দর ওঠে প্রায় সাড়ে চার লক্ষ টাকা। লক্ষ্মীলাভে খুশি ট্রলার মালিক। পুজোর মুখে হাতে কিছু বেশি অর্থ আসায় খুশির হাওয়া মৎস্যজীবীদের পরিবারেও।