You will be redirected to an external website

টানা বৃষ্টিতেই বিপত্তী! ভেঙে পড়লো ৫০০ বছরের পুরনো বাড়ি

500-year-old house collapses due to continuous rain

ভেঙে পড়া বাড়ির একাংশ

টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো প্রায় ৫শো বছরের প্রাচীন একটি বাড়ি। বর্ধমান শহরে ১৫ নং ওয়ার্ডের অগ্রদূত ক্লাবের পাশে থাকা এই পুরোনো বাড়িতে বর্তমানে কেউ নাথাকায় কোনো প্রান হানির ঘটনা ঘটেনি। পুরোনো চুন সুরকি তৈরি বাড়ির চারপাশে গজিয়েছে বড়ো বড়ো গাছপালা। চাঙ্গর খোসে পড়েছে বাড়ির চারিপাশের দেওয়ালের। বাড়িটির একাধিক মালিকানা দের মধ্যে মনমালিন্য থাকার ফলে বাড়ি সংস্কার করা সম্ভব হয়ে ওঠেনি।ফলে অরো দূর্দশা দেখা দেয় পুরনো এই বাড়িটিতে।

প্রত্যক্ষদর্শীরা বলেন টানা কয়েকদিনের বৃষ্টির জেরে ভেঙ্গে পড়ে এই পুরোনো বাড়িটি।এই বাড়িতে লোকজন বসবাস করেন।এই বাড়িটিতে চারজন শরিক আছে। তাদের মধ্যে ঠিকঠাক বনিবনা না থাকায় বাড়ি ঠিকঠাক সংস্কার হতো না।এই বাড়িতেই সকলে বসবাস করতো।তবে বাড়িটি যে অংশ টি ভেঙ্গে পড়েছে সেই অংশের লোকজনেরা দিন কয়েক আগে অন্যত্রে বেড়াতে গিয়েছেন।আর এরি মধ্যে এই অবস্থা।

অন্যদিকে ভেঙে পরা বাড়ির অন্য দুই সরিকরা  জানিয়েছেন দীর্ঘদিন ধরে টানা বৃষ্টির জেরে এই বাড়ির কিছু অংশ ভেঙে যাচ্ছে। অন্যদিকে এই বাড়ির মালিকানা রয়েছে চারজন তাই তারা সকলেই যতক্ষণ না একত্রিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই বাড়ির মেরামত কাজ করা সম্ভব নয়।তবে পুরোনো বাড়ির অন্য শরিক রা অন্যত্রে ভাড়া বাড়ি নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

What services will be available at the 'Our Neighborhood, Our Solution' camp? List released in Nabanna Read Next

‘আমাদের পাড়া, আমাদের সম...