প্রতিকী ছবি
ভুয়ো সংস্থার আড়ালে বেকার যুবক-যুবতীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ। ঘটনায় শোড়গোল পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকায়। লিখিত অভিযোগের ভিত্তিতে ছয়জনকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে মহিলাও রয়েছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরুলিয়া জেলার জয়পুর থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নেয় তিনজন। সেখানেই একটি ভুয়ো সংস্থার নাম করে চাকরির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শোর বেশি যুবক যুবতী সেখানে ইন্টারভিউ দিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় ইন্টারভিউয়ের নাম করে ওই অভিযুক্তরা চাকরিপ্রার্থীদের কাছ থেকে ট্রেনিংয়ে পাঠানোর অজুহাতে টাকা চাইছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন অরুণ কুমার, দীপক ওঝা, নরেশচন্দ্র মাহাতো, সন্দীপ গিরি, অনুরাধা গিরি এবং অনুপ পাল। ধৃতদের তিনজনের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকায়। বাকি তিনজনের বাড়ি মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। ধৃতদের সোমবার দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।