You will be redirected to an external website

হরিদ্বারের মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আশঙ্কাজনক একাধিক

7 killed in stampede while offering puja at Haridwar temple

ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে

ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে। মনসা দেবীর মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাত জনের। আহত কমপক্ষে ২৮ জন। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

গড়হোয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সাত জনের যে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত। ঘটনাস্থলে যাচ্ছেন তিনি নিজে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

শ্রাবণ মাস চলছে। এই সময় উত্তরাখণ্ডের মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। বিশেষ করে শিবভক্ত কাঁওয়ারিয়ারা গঙ্গাজল সংগ্রহ করতে হরিদ্বারে ভিড় জমান দলে দলে। মনসা দেবীর মন্দিরেও সেজন্যই রবিবার সকালে তুমুল ভিড় হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই উপচে পড়ছিল মানুষজন। আচমকা হুড়োহুড়ি শুরু হয় মন্দিরমুখী সিঁড়ির কাছে। অনেকেই পড়ে যান। তাঁদের উপর দিয়ে চলে যান বাকিরা। মুহূর্তে চিৎকার, হাহাকারে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়।

ছবি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে করে আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকেই। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রশাসন বলছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থার কোথায় ফাঁক ছিল, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

There was a strong jolt, and as he looked out the plane window, he saw flames rising! Read Next

তীব্র ঝাঁকুনি, বিমানের জ...