ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে
ভয়াবহ দুর্ঘটনা হরিদ্বারে। মনসা দেবীর মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাত জনের। আহত কমপক্ষে ২৮ জন। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
গড়হোয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সাত জনের যে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত। ঘটনাস্থলে যাচ্ছেন তিনি নিজে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
শ্রাবণ মাস চলছে। এই সময় উত্তরাখণ্ডের মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। বিশেষ করে শিবভক্ত কাঁওয়ারিয়ারা গঙ্গাজল সংগ্রহ করতে হরিদ্বারে ভিড় জমান দলে দলে। মনসা দেবীর মন্দিরেও সেজন্যই রবিবার সকালে তুমুল ভিড় হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই উপচে পড়ছিল মানুষজন। আচমকা হুড়োহুড়ি শুরু হয় মন্দিরমুখী সিঁড়ির কাছে। অনেকেই পড়ে যান। তাঁদের উপর দিয়ে চলে যান বাকিরা। মুহূর্তে চিৎকার, হাহাকারে গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়।
ছবি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে করে আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন অনেকেই। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রশাসন বলছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা ব্যবস্থার কোথায় ফাঁক ছিল, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।