You will be redirected to an external website

বাংলার জন্য ঝুলি ভরে উপহার! কী কী থাকছে প্রধান মন্ত্রীর তালিকায়

A bag full of gifts for Bengal! What's on the Prime Minister's list?

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সফর দক্ষিণবঙ্গ। পশ্চিম বর্ধমানের শিল্প শহর দুর্গাপুরে শুক্রবার দুপুরে পৌছবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কেবল জন সভায় যোগ দিতে নয় দক্ষিণবঙ্গের মানুষের জন্য নিয়ে আসছেন ঝুলি ভরে উপহার। শিল্পশহরের সভা থেকে ৫ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল-সহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

শুক্রবার দুপুর দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগেই একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ১ হাজার ৯৫০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ হতে চলেছে পেট্রোলিয়াম খাতে।  যা বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও প্রধানমন্ত্রী উর্জ যোজনার আওতায় দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দক্ষিণবঙ্গের প্রতিটি বাড়িতে বাড়িতে প্রাকৃতিক গ্যাস পৌছে যাবে এই প্রকল্পের আওতায়। এছাড়াও, এই প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গিয়েছে, যাতে খরচ পড়েছে বাড়তি ১ হাজার ১৯০ কোটি টাকা। শুক্রে সেই রুটেও প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।দুর্গাপুর ও রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য বিশেষ সিস্টেম সংযোজনের প্রকল্পের শিলান্য়াস করবেন মোদী। যার আনুমানিক খরচ প্রায় ১ হাজা ৪৫৭ কোটি টাকা।

এমনকি, রেল উন্নয়ন খাতেও বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। জানা গিয়েছে, পুরুলিয়া-কোটশিলা ৩৬ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পটির শিলান্যাস করবেন তিনি। যার জন্য ব্যয় প্রায় ৩৯০ কোটি টাকা। এই প্রকল্পটি জামশেদপুর, বোকারো ও ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতাকে যুক্ত করবে। অর্থাৎ পশ্চিমের শিল্পাঞ্চল পাবে নতুন রেল সংযোজন।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Rain forecast amid uncomfortable weather! Yellow alert in several districts Read Next

অস্বস্তিকর আবহাওয়ার মধ্...