You will be redirected to an external website

ওড়িশায় বাংলার শ্রমিকের উপর নির্যাতন! 'এক ডাকে অভিষেক' হেল্পলাইনে ফোন করতেই মিলল মুক্তি

A Bengali migrant worker has gone missing from a remote village in Odisha. He has not been found for five days, leaving his family distraught.

ওড়িশায় বাংলার শ্রমিকের উপর নির্যাতন! '

ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে নিখোঁজ এক বাঙালি পরিযায়ী শ্রমিক। দিন পাঁচেক ধরে কোনো খোঁজ নেই, পরিবার দিশেহারা। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ তাকে আটক করে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার করা হয় (Torture of Bengali worker in Odisha!)। 

স্থানীয়দের হাতে হেনস্থা—চা খেতে গিয়েও নিস্তার নেই। অভিযোগ করতে গিয়ে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন আত্মীয়রা, তবু প্রথমে অভিযোগ নিতে চায়নি ওড়িশা পুলিশ।

শেষমেশ ভরসার জায়গা হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন (Relief came after calling 'Ek Dake Abhishek' helpline)। ফোন করতেই দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। এরপর উদ্ধার করা হয় নিখোঁজ শ্রমিককে

ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সোশ্যাল মাধ্যমে লেখা হয়েছে, "বাঙালিকে দেশেই পরবাসী করে দিচ্ছে বিজেপি। বাংলার অস্তিত্ব, আত্মমর্যাদা মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে ওরা।"

প্রসঙ্গত, পরিযায়ী ইস্যুতে দিন কয়েক আগেই বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেছিলেন, "এই বাংলা ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিঁড়েছে, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে ভারতকে। আজ সেই বাঙালিকে অপমান, নিগ্রহের শিকার হতে হচ্ছে নিজের দেশেই।"

ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে। পর্যবেক্ষকদের অনেকের মতে, এই ঘটনাটি শুধুমাত্র এক পরিযায়ী শ্রমিকের নিগ্রহের গল্প নয়, বরং তা উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন, জাতিগত ও ভাষাগত বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Vaishno Devi Yatra, a pilgrimage to the hill shrine of Vaishno Devi in ​​Jammu and Kashmir's Katra district, resumed on Wednesday after a 22-day hiatus Read Next

২২ দিন পর ফের চালু হল বৈষ...