এশিয়া কাপে চূড়ান্ত নাটক, টালবাহানার পর মাঠে পৌঁছল পাকিস্তান |
ওড়িশায় বাংলার শ্রমিকের উপর নির্যাতন! 'এক ডাকে অভিষেক' হেল্পলাইনে ফোন করতেই মিলল মুক্তি
ওড়িশায় বাংলার শ্রমিকের উপর নির্যাতন! '
ওড়িশার এক প্রত্যন্ত গ্রামে নিখোঁজ এক বাঙালি পরিযায়ী শ্রমিক। দিন পাঁচেক ধরে কোনো খোঁজ নেই, পরিবার দিশেহারা। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধে’ তাকে আটক করে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার করা হয় (Torture of Bengali worker in Odisha!)।
স্থানীয়দের হাতে হেনস্থা—চা খেতে গিয়েও নিস্তার নেই। অভিযোগ করতে গিয়ে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন আত্মীয়রা, তবু প্রথমে অভিযোগ নিতে চায়নি ওড়িশা পুলিশ।
শেষমেশ ভরসার জায়গা হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন (Relief came after calling 'Ek Dake Abhishek' helpline)। ফোন করতেই দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। এরপর উদ্ধার করা হয় নিখোঁজ শ্রমিককে
ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে সোশ্যাল মাধ্যমে লেখা হয়েছে, "বাঙালিকে দেশেই পরবাসী করে দিচ্ছে বিজেপি। বাংলার অস্তিত্ব, আত্মমর্যাদা মুছে ফেলতে উঠেপড়ে লেগেছে ওরা।"
প্রসঙ্গত, পরিযায়ী ইস্যুতে দিন কয়েক আগেই বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেছিলেন, "এই বাংলা ব্রিটিশ শাসনের শৃঙ্খল ছিঁড়েছে, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে ভারতকে। আজ সেই বাঙালিকে অপমান, নিগ্রহের শিকার হতে হচ্ছে নিজের দেশেই।"
ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা চরমে। পর্যবেক্ষকদের অনেকের মতে, এই ঘটনাটি শুধুমাত্র এক পরিযায়ী শ্রমিকের নিগ্রহের গল্প নয়, বরং তা উঠে এসেছে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েন, জাতিগত ও ভাষাগত বৈষম্যের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে।