বিষধর কোবরাকে চিবিয়ে ফেলল বিহারের একরত্তি
দাঁত ওঠেনি ঠিক মতো এখনও। যেকটা আছে, তা দিয়েই বিষধর কোবরা মারল এক বছরের শিশু। বিহারের চম্পারণের ঘটনা। কোবরাটির মৃত্যু হওয়ায় হইচই সেরাজ্যে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাম গোবিন্দ কুমার। মাজহৌলিয়া ব্লকের মহাচ্ছি ব্যাংকটওয়া গ্রামে তার বাড়ি। কদিন আগে ঘরের ভিতর হঠাৎ একটি কোবরা ঢুকে পড়ে। সাপটিকে হাতে পেয়ে খেলনার মতো চিবোতে শুরু করে গোবিন্দ। কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়।
শিশুটির ঠাকুমা প্রথমে তাকে ও সাপটিকে একসঙ্গে দেখতে পান। শিশুটির মুখে তখন সাপ রয়েছে। প্রৌঢ়ার সামনেই গোবিন্দ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বেতিয়া শহরের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের সুপার ডঃ দুবাকান্ত মিশ্র জানিয়েছেন, শরীরে কোনও বিষক্রিয়ার লক্ষণ মেলেনি, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে খুদে। প্রয়োজনে অ্যান্টি-ভেনম ও চিকিৎসা শুরু হবে।
এদিকে পরিবারের তরফে জানানো হয়, সাপটি মরে গেছে।
এই খবর ছড়িয়ে পড়তেই কেউ কেউ শিশুটিকে ‘নাগ-জন্মা’ বলতে শুরু করেন। কেউ আবার ভগবানের দূত বলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এটি বিরল ঘটনা ও আপাতত যাচাই-অযোগ্য। ফলে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করা বা বার্তা ছড়িয়ে দেওয়া ঠিক নয়।
এদিকে পরিবারের লোকজন বলছে, সাপটি একেবারে জীবন্ত অবস্থায় ছিল এবং শিশুটির কামড়েই মৃত্যু হয়েছে। ডঃ মিশ্র বলেন, 'আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি। ও সুস্থ আছে বলেই মনে হচ্ছে। যদি শরীরে বিষ ঢুকত, এতক্ষণে প্রভাব পড়ত। তবে চিকিৎসা চলবে যতক্ষণ না সম্পূর্ণ নিশ্চয়তা মিলছে।'