You will be redirected to an external website

হাসপাতালের করিডরে পড়ে মৃতদেহ, খুবলে লেখ কুকুরে! চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিক্যালে

A dead body lies in the hospital corridor, a dog is being hunted!

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

হাসপাতালের করিডরে পড়ে থাকা দেহ খুবলে খেল কুকুর। ভয়ঙ্কর এই  ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  বৃহস্পতিবার সকালে হাসপাতালের অনকোলজি বিভাগের সামনের করিডরের সামনে এমন ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। 

হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে করিডরে এসে শুয়েছিলেন ওই ভবঘুরে। সেখানেই কোনওভাবে তাঁর মৃত্যু হয়। এরপরই কুকুরে তাঁর একটি পা খুবলে খায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি নজরে আসে। এরপরই হাসপাতালের কর্মীরা এসে দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান।

এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে জানান হয়েছে, যাঁর দেহাংশ কুকুরে খুবলে খেয়েছে তিনি হাসপাতালে ভর্তি হননি। তিনি একজন ভবঘুরে। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি ভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাত সুপার  ডাঃ সঞ্জয় মল্লিক। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই হাসপাতালের কর্মীরা দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান।

সুপারের আশ্বাসের পরেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে হালপাতাল চত্বরে অবাধে কুকুরের ঘোরাফেরা নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনদের একাংশ।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The High Court is irritated about the meeting on July 21! 'How much can the public tolerate? Read Next

২১ জুলাইয়ের সভা নিয়ে বির...