You will be redirected to an external website

কুয়াশায় ঢাকা সকাল, হিমেল হাওয়া বইছে দক্ষিণে! কবে পাকাপাকিভাবে শীত আসছে বাংলায়?

Bengal has received a light touch of winter. Winter is slowly coming down. Cold winds are blowing in the districts of South Bengal in the morning and evening (Weather Update).

কুয়াশায় ঢাকা সকাল, হিমেল হাওয়া বইছে দক্ষিণে!

শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা। ধীরে ধীরে নামছে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সকাল-সন্ধ্যায় ঠান্ডা হাওয়া (Weather Update) বইছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি কম। ভোরে আর রাতের দিকেও ভালোই ঠান্ডা লাগছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ কমে যাচ্ছে। দুপুরের দিকে রোদ আর গরমে অস্বস্তিভাব থাকলেও গড়াতেই হালকা শীত শীত ভাব টের পাওয়া যাচ্ছে। তবে এখন একটাই প্রশ্ন, পাকাপাকিভাবে শীতটা কবে পড়ছে?

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েকদিন দুপুরে ঠান্ডা বেশিক্ষণ টিকবে না, তবে ভোরবেলা আর রাতে হালকা শীতের আমেজ থাকবে, সঙ্গী হবে কুয়াশা। উপকূলের জেলাগুলো এবং আশপাশের এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি। কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া ছাড়াও আরও কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশাও দেখা যেতে পারে। তবে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, রাতের ঠান্ডা মোটামুটি একই রকম থাকবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভোর আর রাতের সময় শীতের আমেজ (Winter Vibes) সবচেয়ে বেশি টের পাওয়া যাবে।

পাতলা কুয়াশার চাদরে ঢাকা পড়বে উত্তরবঙ্গ, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সকালে কুয়াশা টের পাওয়া যাবে। দিনের বেলা রোদে ঝলমলে আকাশ থাকবে, তাই বাইরে বেরোনোর সময় রোদে উপভোগ করলেও সকালে স্কার্ফ বা হালকা জ্যাকেট রাখাই ভালো। আপাতত তুষারপাত বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, উত্তরের আবহাওয়া এখন আপাতত শুষ্ক থাকবে।

পশ্চিমী ঠান্ডা হাওয়ার প্রভাবে আগামী পাঁচ দিন কলকাতায় দিনের (Kolkata Weather) তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে, তাই রাতে ভালোই ঠান্ডা পড়বে। গোটা বাংলাজুড়ে পশ্চিমী হাওয়ার দাপট থাকবে, ফলে গোটা সপ্তাহজুড়েই ভোর আর রাতে টের পাওয়া যাবে টিপটিপে শীতের ছোঁয়া।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Last year, allegations were made that Tirupati laddus were being mixed with adulterated ghee (Tirupati laddu scam)! Now Read Next

তিরুপতির লাড্ডুতে ভেজাল...