কলকাতার জল সমস্যার সমাধানে নয়া দিশা
টালিনালায় আসছে ‘ব্যারেজের মতো’ লকগেট। দইঘাটের কাছে গঙ্গা ও টালিনালার সংযোগস্থলে তৈরি হবে এই লকগেট। কলকাতা (Kolkata) পুরসভার দাবি, কালীঘাট থেকে কেওড়াতলা হয়ে চেতলা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল বারবার জোয়ারের জলে প্লাবিত হয় (Water Problem)। পলি সহ সেই জল ঢুকে পড়ে টালিনালার পাশের ঘনবসতিপূর্ণ এলাকায়।
সেই জল যন্ত্রণার স্থায়ী সমাধানে পুরসভা ইতিমধ্যেই ৮১৭ কোটি টাকার প্রকল্পে নেমেছে। ড্রেজিং-সহ টালিনালার সংস্কারের পর এ বার নজর লকগেট তৈরিতে। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ১৩৪ কোটি টাকা। মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘‘দু’বছরের মধ্যে কালীঘাট অঞ্চলের জল সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে।’’
একই সঙ্গে এবার সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে (prevent plastic from lockgate) পরিবেশ দফতরের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরসভা। পুর কর্তৃপক্ষর মতে, ম্যানহোল বন্ধ হয়ে যাচ্ছে প্লাস্টিক জমে, শহর ডুবে যাচ্ছে সামান্য বৃষ্টিতেই। অথচ পুরসভার হাতে নেই সে রকম পুলিশি পরিকাঠামো। তাই এই পদক্ষেপ।
মেয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ব্যাপারে কঠোর পদক্ষেপ হিসেবে পুরসভা বিক্রেতাদের জন্য ৫০০ টাকা ও ক্রেতাদের জন্য ৫০ টাকার জরিমানার প্রস্তাব দিয়েছে। তবে সেটা বাস্তবায়ন করতে গেলে দরকার পুলিশের সহযোগিতা। ফিরহাদ হাকিম বলেন, ‘‘অনেক জায়গায় আমরা নিজেরা পরিষ্কার করেছি, কিন্তু প্লাস্টিক আবার ফেরে। এ বার পুলিশের সাহায্য ছাড়া হবে না।’’
এদিকে মার্কাস স্কোয়ারে জলাধার তৈরিতে বারবার বাধার ঘটনা সামনে আসছে। পরিকাঠামো তৈরির কাজে অগ্রগতি হচ্ছে না স্থানীয় গোষ্ঠী কোন্দলের জেরে। অথচ এই বিকল্প জলাধার না হলে মহম্মদ আলি পার্কের পুরনো জলাধারে সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না। ফলে মাঝ বরাবর থমকে রয়েছে মধ্য কলকাতার পানীয় জলের বৃহৎ প্রকল্প।