You will be redirected to an external website

পুজোর আগেই জোড়া নিম্নচাপ, মহালয়া থেকে দশমী পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি

People of the state are worried about the possibility of a low pressure area ahead of the Puja.

পুজোর আগেই জোড়া নিম্নচাপ

পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কায় চিন্তায় রাজ্যের মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরপর নিম্নচাপের কারণে এবারের পুজোতে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো।

মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর সকালের দিকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, তাই তর্পণ সেরে নেওয়ার জন্য এটিই সেরা সময়। তবে দুপুরের পর থেকে রাজ্যের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলার আকাশ আংশিক মেঘলা থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

মহালয়ার পর ২২ ও ২৩ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৪ ও ২৫ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ায় আবারও বৃষ্টি বাড়বে। এই সময়ে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ নবমীর রাত থেকে দশমীর দিন পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতার ক্ষেত্রে, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরও আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির স

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The ED raided Kisan Mandi in Murroi 2 block of Birbhum on Friday. Read Next

মন্ত্রী চন্দ্রনাথকে গ্র...