একের পর এক পদপিষ্টের ঘটনা দেশজুড়ে
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলম জেলার কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বরাস্বামী মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের (Andhra temple tragedy)। আহত বহু। শনিবার সকালে একাদশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। জানা যায়, ভক্তরা মন্দিরে প্রবেশের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। হঠাৎই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু হয়, মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই পড়ে যান, আর তাতেই ঘটে মর্মান্তিক ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে গেলে চারপাশের মানুষ ভয় পেয়ে দৌড়াতে শুরু করেন। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে নামে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
ঘটনার পর মন্দির চত্বরে জায়গায় জায়গায় পড়ে ছিল অসংখ্য জুতো, ভাঙা বালতি, উল্টে যাওয়া ফুলের ঝুড়ি- যা ফুটিয়ে তুলছিল এক ভয়ংকর নীরবতার চিত্র। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'এটি সত্যিই হৃদয়বিদারক ঘটনা।' মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা করতে।
তবে এমন ঘটনা প্রথম নয়। চলতি বছরেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আরও ঘটেছে (India stampede 2025)। বছরের শুরুতেই প্রয়াগরাজে কুম্ভের মেলা থেকে শুরু করে দিল্লি, বেঙ্গালুরু, তামিলনাড়ুতে পদপিষ্টে 'মৃত্যুমিছিল' দেখেছে দেশ।
২৭ সেপ্টেম্বর, ২০২৫ (করুর, তামিলনাড়ু)
অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্তত ৪০ জন, আহত হয়েছিলেন ৫০ জনেরও বেশি মানুষ।
৪ জুন, ২০২৫ (বেঙ্গালুরু, কর্ণাটক)
আইপিএলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলের বিজয় মিছিলের সময় ভিড়ের চাপে মৃত্যু হয় কমপক্ষে ১১ জনের, আহত হয়েছিলেন বহু মানুষ। তাদের মধ্যে ছিল শিশুরাও।
২৮ এপ্রিল, ২০২৫ (উত্তর গোয়া)
শিরগাঁও মন্দিরের বার্ষিক শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মারা যান অন্তত ৬ জন ভক্ত, আহতের সংখ্যাও ছিল একাধিক।
১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (নয়াদিল্লি)
রেলস্টেশনে মাত্রাতিরিক্ত ভিড় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জন যাত্রীর, আহত হয়েছিলেন অনেকেই।
২৯ জানুয়ারি, ২০২৫ (প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ)
মহাকুম্ভের ‘অমৃত স্নান’-এর আগে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের, আহত হন অন্তত ৬০ জন (Prayagraj Kumbh Mela deaths)।