ট্রেনে আসন না পেয়ে যাত্রীদের মুখে পেপার স্প্রে মারলেন তরুণী!
ট্রেনে উঠে বসার আসন না পেয়ে অদ্ভুত আচরণ করলেন এক তরুণী যাত্রী। মুহূর্তে বিশৃঙ্খল তৈরি হয় শিয়ালদহ শাখায়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের মহিলা কামরায় যাত্রীরা এক তরুণীর উপর চিৎকার করছেন। তাঁর ভিডিও করছেন অনেকেই। অভিযোগ, ভিডিওতে দেখা যাওয়া সবুজ কুর্তি পরা তরুণী ট্রেনে উঠেই আসনের খোঁজ করতে শুরু করেন। সকলকে জিজ্ঞাসা করেন তাঁরা কোথায় নামবেন। কিন্তু আসন না পেয়ে রাগে ব্যাগ থেকে পেপার স্প্রের বোতল বের করে অন্য যাত্রীর মুখে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ।
পাশে থাকা এক মহিলা তাঁকে থামানোর চেষ্টা করলে, ওই তরুণী আরও রেগে গিয়ে পুরো কামরায় পেপার স্প্রে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যেই কামরার ভিতরে তীব্র গন্ধে সবাই কাশতে শুরু করেন। চোখ ও গলায় জ্বালা করে, শ্বাস নিতে কষ্ট হয়। দু’জন শিশুও অসুস্থ হয়ে পড়ে। এরপরই মহিলা যাত্রীরা তাঁর উপর চড়াও হয়। পরে অভিযুক্তকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পরে যাত্রীরা দাবি করেন, এমন বেপরোয়া কাজের জন্য ওই যাত্রীর কঠোর শাস্তি হওয়া উচিত। আত্মরক্ষার জন্য যে পেপার স্প্রে ব্যবহার হয়, সেটি অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করা ঠিক নয়। রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এই ভিডিওর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'আসন না পাওয়া তো নিরাপত্তারই বিষয়! উনি ভুল কী করেছেন?' কেউ আবার লিখেছেন, 'যেখানে ব্যবহার করা উচিত সেখানে তো ব্যবহার করা হয় না।' মজার বিষয় হল, এই ভিডিওতে 'পেপার স্প্র' নামের একটি আইডি থেকে কমেন্ট এসেছে, লেখা হয়েছে, 'আমার দোষ নয়, উনি আমাকে ভুল জায়গায় ব্যবহার করেছেন।'