You will be redirected to an external website

বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়র উপর হামলা যুবকের, প্রাক্তন মন্ত্রী বললেন…

Trinamool MLA and former state minister Jyoti Priya Mallick was attacked by a youth. He entered his house and attacked Jyoti Priya

বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়র উপর হামলা যুবকের

 তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা যুবকের। বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়কে আক্রমণ করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, তাঁর পিছনে পিছনে বাড়িতে ঢুকে পেটে ঘুষি মারেন ওই যুবক। জ্যোতিপ্রিয়র চেঁচামেচিতে নিরাপত্তারক্ষীরা এসে এই যুবককে ধরে নিয়ে যায়। আপাতত তাঁকে আটক করেছে পুলিশ। ঘটনায় প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন রাত আটটা নাগাদ প্রাক্তন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী যুবকের নাম অভিষেক দাস। ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। তবে হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসা চলছিল ওই যুবকের। ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কাউন্সিলর হওয়ার ইচ্ছে প্রকাশ করে মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

 

তাঁর উপর হামলা নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, “দেখে মনে হল, ছেলেটি নেশাগ্রস্থ ছিল। দুপুর থেকেই আমার বাড়িতে রেকি করছিল। আমার বাড়িতে যে কর্মচারী থাকে, তাকে বারবার আমি কোথায় জিজ্ঞেস করেছিল। রাত আটটা নাগাদ আমি বাড়িতে ঢুকতেই পিছন পিছন সে বাড়িতে প্রবেশ করে। আমি ভেবেছি, অনেকেই তো দেখা করতে আসে। তেমনই কেউ হবে। তারপর হঠাৎ এসে আমার পেটে একটা ঘুষি মারে। মনে হল একটা পাথর মারল।

তখনই প্রাক্তন মন্ত্রীর চিৎকারে নিরাপত্তারক্ষী দৌড়ে আসেন। তাঁর উপর কেন হামলা চালানো হল, তা বুঝতে পারছেন না জ্যোতিপ্রিয়। বলেন, “কেন মারল বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ জানাব। এর আগে কখনও ছেলেটাকে দেখিনি কোথাও। হাবরার কোনও ছেলে আমাকে মারবে, এটা আমি কল্পনাও করি না।” তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও জ্যোতিপ্রিয় বলছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট। তবে কোনও বাধা ছাড়াই ওই যুবক মন্ত্রীর বাড়িতে ঢুকে গেলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...