ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত |
পণের জন্য স্ত্রীকে জ্বালিয়ে খুন, ২৪ ঘণ্টার আগেই অভিযুক্তের এনকাউন্টার করল পুলিশ
পণের জন্য স্ত্রীকে জ্বালিয়ে খুন
পণের দাবিতে স্ত্রীকে বছরের পর বছর অত্যাচার। শেষে স্ত্রীকে মারধর করে, তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন স্বামী। ৬ বছরের ছোট্ট ছেলের বয়ানে উঠে এসেছিল চাঞ্চল্যকর সেই তথ্য। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই এনকাউন্টার অভিযুক্তের।
গ্রেটার নয়ডার বাসিন্দা নিকি ভাটি (২৮)-কে মারধর করে, তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী বিপিন ভাটি। শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযুক্ত বিপিন পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল, সেই সময় পুলিশ গুলি চালায়। অভিযুক্তের পায়ে গুলি লাগে।
গ্রেটার নয়ডা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ যখন অভিযুক্তকে নিয়ে থিনার বোতল উদ্ধার করতে গিয়েছিল, সেই সময় পালানোর চেষ্টা করে বিপিন। এক অফিসারের কাছ থেকে পিস্তল ছিনিয়ে দৌড় লাগায় সে। পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও থামেনি। শেষে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিপিন।
মৃত যুবতীর বাবা আগেই জামাইয়ের এনকাউন্টারের দাবি জানিয়েছিলেন। এনকাউন্টারের খবর পেতেই তিনি বলেন, “পুলিশ ঠিক কাজ করেছে। অপরাধী পালানোর চেষ্টা করে, বিপিনও পালানোর চেষ্টা করেছিল। বাকিদেরও ধরা হোক, এটাই অনুরোধ।”