You will be redirected to an external website

৪ মাস পর ফের দলমার পথে বাঁকুড়ায় আসা হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্ক বন দফতর

Since Monday evening, a total of 63 elephants have been leaving the forests of Saharjora and Pabya in large numbers and returning to Dalma on their old routes.

৪ মাস পর ফের দলমার পথে বাঁকুড়ায় আসা হাতির দল

 ৪ মাস পর ফের দলমার পথ ধরল বাঁকুড়ায় আসা হাতির দল। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন বিস্তীর্ণ এলাকার মানুষ।

সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট ৬৩ টি হাতি বড়জোড়ার সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পুরনো রুটে দলমা ফিরতে শুরু করে। আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। চাষিদের কথা ভেবে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন দফতর।

রুটিন মেনে প্রতি বছরের মতো এবারও অগস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এ রাজ্যে এসে পৌঁছয় ৬৩ টি হাতির দল। সেই দলটি পশ্চিম মেদিনীপুর হয়ে সটান গিয়ে হাজির হয় বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবনা ও সাহারজোড়া এলাকায়। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তিহানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির আশঙ্কাও।

গত চার মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় আটকে রাখা হয়েছিল হাতির দলটিকে। নির্দিষ্ট ওই জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনওরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রেখেছিল বন দফতর। আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরানো রুট ধরে ফিরতে শুরু করল দলমায়। বন দফতর সূত্রে জানা গেছে মোট ৩ টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে। হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সে ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister Mamata Banerjee suddenly reached the private hospital along the bypass on Tuesday afternoon. Read Next

অসুস্থ নচিকেতাকে দেখতে ...