You will be redirected to an external website

এবার আরও বিপাকে এয়ার ইণ্ডিয়া, ব্রিটেন-আমেরিকায় আইনি জটে পড়ার আশঙ্কা সংস্থার

Air India in more trouble, company fears legal entanglement in Britain and America

এয়ার ইণ্ডিয়া

বিতর্ক যেন পিছু ছাড়ছে না এয়ার ইণ্ডিয়ার। আহমেদাবাদ কাণ্ডের পর দফায় দফায় নানান ভাবে এই উড়ান সংস্থার নাম ছড়িয়েছে। তার খেসারতও দিয়েছে কর্তৃপক্ষকে। এবার বিদেশে বিপাকের মুখে এয়ার ইন্ডিয়া! সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক ল’ফার্ম ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেনের কিস্টোন এবং আমেরিকার উইনসার ল’ফার্ম। শীঘ্রই তারা নাকি ভারতীয় বিমান সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধেও আদালতে যেতে পারে ফার্মগুলি।

ল’ফার্মটির তরফে জানানো হয়েছে, মন্ট্রিল কনভেনশনের মতো আন্তর্জাতিক আইন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে আমেরিকা কিংবা ব্রিটেনে মামলা দায়ের করার অনুমতি দেয়। এই আইন অনুযায়ী, কোনও বিমান সংস্থার বিমান এই সমস্ত দেশে পরিষেবা প্রদান করলে অথবা এই দেশগুলির সঙ্গে যদি আক্রান্তদের যোগ থাকে, তাহলে মামলা দায়ের করা যায়। এক্ষেত্রে কোনও যাত্রীর মৃত্যু হলে অথবা আক্রান্ত হলেও ওই বিমান সংস্থাকে সম্পূর্ণরূপে দায়ী করা যায়। মামলার নিরিখে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়।

AUTHOR :Sukanya Majumder

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

BJP state president Shamik Bhattacharya, Padma will fight the battle for the blue house under Shamik's leadership Read Next

বিজেপির রাজ্য সভাপতি শম...