You will be redirected to an external website

চাকরি এখনও হয়নি, চলছে আন্দোলন, তার মধ্যেই ফাঁস হয়ে গেল ২০২২ সালের TET পরীক্ষার্থীদের তথ্য

Information of 2022 TET candidates leaked. Information of 150,000 candidates leaked simultaneously on different websites

ফাঁস হয়ে গেল ২০২২ সালের TET পরীক্ষার্থীদের তথ্য

২০২২ সালের টেট পরীক্ষার্থীদের তথ্য ফাঁস। একযোগে দেড় লক্ষ পরীক্ষার্থীদের তথ্য ফাঁস ভিন্ন ওয়েবসাইটে। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই জালিয়াতির অভিযোগ তুলছেন চাকরিপ্রার্থীরা। তবে কি ফের নতুন করে জালিয়াতি হচ্ছে? উঠছে প্রশ্ন। তবে ঘটনাটি জানার সঙ্গে-সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। বস্তুত, কয়েকদিন আগেও টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে পর্ষদ অভিযান করেছিল। নিয়োগ কবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলছিলেন তাঁরা। এই আবহের মধ্যে তথ্য ফাঁস হওয়ায় উঠছে প্রশ্ন।

জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ওই ওয়েবসাইটের কোনও তথ্য সরকারি ভাবে নেই। অথচ সেই ওয়েবসাইটে একসঙ্গে প্রায় দেড় লক্ষ পড়ুয়ার তথ্য চলে এসেছে এই ওয়েবসাইটে। সেখানে আবার অপশনও দেওয়া হয়েছে। সেই অপশন থেকে ‘ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টেট’ ২০২২ সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, সব একেবারে ঝকঝকে করে লেখা রয়েছে। শুধু পরীক্ষা নয়, সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আরও একাধিক সার্ভিস পাওয়া যায়। তার মধ্যে ভোটার কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। যদিও, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

চাকরিপ্রার্থী বলেন, “এক ১ লক্ষ ৫০ হাজার ৪০৬ জনের তথ্য আমরা কপি করতে পেরেছি। দেখতে পেয়েছি এটা সঠিক তথ্য। এই তথ্য বাইরে এল কীভাবে আমাদের প্রশ্ন থাকছে। আমরা যেটা জানি, পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। পরীক্ষায় বসেছিল ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। পর্ষদ জানিয়েছিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। তার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ৪০৬ জনের তথ্য আমরা ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম। কীভাবে সম্ভব হল?”

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “এটা সত্য কি না আমায় দেখতে হবে। আমি দেখে নিচ্ছি। আগে সার্চ করে নিন। এমন চক্র থাকলে তো ব্যবস্থা নেব। আমাদের ওয়েবসাইট থেকে এমনটা সম্ভব নয়।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

He tortured his wife for years on the demand of dowry. Read Next

পণের জন্য স্ত্রীকে জ্বা...