লাদাখে হয়ে গেল ‘আকাশ প্রাইম’ মিসাইলের সফল পরীক্ষা
দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থায় নয়া নজির গড়ল ভারত। লাদাখে উঁচু পাহাড়ি এলাকায় ‘আকাশ প্রাইম’ মিসাইলের সফল পরীক্ষা হয়ে গেল বুধবার। আকাশ ওয়েপন সিস্টেমের আপগ্রেডেড ভার্সন ‘আকাশ প্রাইম’। প্রায় ৪৫০০ মিটার উচ্চতায় যে কোনও টার্গেটকে ধ্বংস করতে পারে নয়া মিসাইল। রয়েছে আরও উন্নত ‘রেডিও ফ্রিকোয়েন্সি সিকার’।
সেনার জন্য এই মিসাইল বানিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। দ্রুতগতিতে উড়ে আসা একাধিক টার্গেটকে মাঝআকাশেই ধ্বংস করেছে ‘আকাশ প্রাইম’ মিসাইল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ভারতের ডিফেন্স সিস্টেমকে আরও অভেদ্য করবে। বেজিংয়ের হুমকির কথা মাথায় রেখেই লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় এই মিসাইলের পরীক্ষা হল। এমনটাই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
অপারেশন সিঁদুরের পর থেকেই দেশীয় প্রযুক্তিতে নির্মিত ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করার দিকে গুরুত্ব দিচ্ছে ডিআরডিও। এবার ফের আরও এক বিধ্বাংসী সমরাস্ত্রের সফল পরীক্ষায় চর্চা চলছে গোটা দেশজুড়ে। তবে শুধু ‘আকাশ প্রাইম’ মিসাইলই নয়, বৃহস্পতিবার অগ্নি-১ ও পৃথ্বী ২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করে ফেলেছে ভারত।