You will be redirected to an external website

তীব্র ঝাঁকুনি, বিমানের জানালা থেকে উঁকি মারতেই দেখলেন উঠছে আগুনের শিখা! তারপর যা হল…

There was a strong jolt, and as he looked out the plane window, he saw flames rising!

বিমানের জানালা থেকে উঁকি মারতেই দেখলেন উঠছে আগুনের শিখা

 সবে মাত্র রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছিল বিমান। হঠাৎ তীব্র ঝাঁকুনি, যাত্রীরা জানালা দিয়ে উঁকি মারতেই দেখলেন গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে বিমানের চাকা থেকে। এরপরই বিমানের ভিতরে তুমুল বিশৃঙ্খলা শুরু। আতঙ্কে ছোটাছুটি শুরু করলেন যাত্রীরা।

এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বিপত্তি। শনিবার ডেনভার বিমানবন্দরের রানওয়ে থেকে সবে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি, এমন সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়। গলগল করে ধোঁয়া বের হতে থাকে।

সঙ্গে সঙ্গেই বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। সুরক্ষিতভাবে ১৭৩ জন যাত্রীকে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলেই খবর।

জানা গিয়েছে, মিয়ামি যাচ্ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি, চাকার টায়ারে সমস্যা হয়। সেখান থেকেই এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, পাশেই  ইমার্জেন্সি দরজা থেকে ইনফ্লেটেড স্লাইডে যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Despite the low pressure moving, the sea is rough! Heavy rain likely in nine districts Read Next

নিম্নচাপ সরলেও উত্তাল স...