ভক্তদের চাপে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিজয়, চেন্নাই বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাইরাল ভিডিও |
কর্মসূচিতে একগুচ্ছ বৈঠক, নেই কোনও জনসভা! তিনদিনের সফরে কলকাতায় অমিত শাহ
কর্মসূচিতে একগুচ্ছ বৈঠক, নেই কোনও জনসভা
তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে (West Bengal) এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অসমের কর্মসূচি শেষ করে সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি পৌঁছন দমদম বিমানবন্দরে (Dumdum Airport)। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এই সফরে কোনও জনসভা বা সমাবেশ না রেখে পুরোপুরি সাংগঠনিক বৈঠকেই গুরুত্ব দিয়েছেন শাহ। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সাংগঠনিক অবস্থান খতিয়ে দেখা এবং রণকৌশল চূড়ান্ত করাই এই সফরের মূল উদ্দেশ্য।
সোমবার রাতেই বৈঠক
দমদম বিমানবন্দর থেকে অমিত শাহ (Amit Shah) সোজা পৌঁছন সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে। সেখানেই রাতেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। রাতে নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
জোড়া বৈঠক, সম্ভাব্য সাংবাদিক সম্মেলন
মঙ্গলবারও রয়েছে শাহের একাধিক কর্মসূচি। দুপুর ২টো নাগাদ বিধাননগরে একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠক (Party Meeting) করার কথা রয়েছে তাঁর। প্রায় দু’ঘণ্টা ধরে চলতে পারে সেই বৈঠক। এরপর বিকেল সাড়ে ৪টে থেকে আরও একটি বৈঠকে বসবেন তিনি। দুই বৈঠক শেষে ফের নিউটাউনের হোটেলে ফিরে যাবেন শাহ।
এছাড়া মঙ্গলবারই একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন অমিত শাহ - এমনটাই দাবি রাজ্য বিজেপির একাংশের। ওই সাংবাদিক বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে কেন্দ্র এবং বিজেপির অবস্থান স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
এসআইআর ইস্যুতে বার্তা দিতে পারেন শাহ
এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের তরফে অনিয়ম ও সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের পাশাপাশি শাসক দল বিজেপির বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, এই বিতর্ক আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সেই আবহে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করতে শাহ স্পষ্ট বার্তা দিতে পারেন বলেই জল্পনা।
ইসকন ও সায়েন্স সিটি কর্মসূচি
বুধবার সকালে অমিত শাহ যেতে পারেন কলকাতার ইসকন মন্দিরে। সেখান থেকে হোটেলে ফিরে দলীয় নেতাদের সঙ্গে আরও একটি সাংগঠনিক বৈঠক করবেন তিনি। মধ্যাহ্নভোজের পর শাহ পৌঁছবেন সায়েন্স সিটিতে। সেখানে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে দমদম বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কেন হল না বাইক মিছিল?
এই সফরে কোনও প্রকাশ্য কর্মসূচি না থাকায়, শাহের কনভয় ঘিরে বাইক মিছিল করে শক্তিপ্রদর্শনের পরিকল্পনা ছিল রাজ্য বিজেপির। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই পরিকল্পনা বাতিল হয়েছে। বিজেপি সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো উচ্চ নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির কনভয়ের সঙ্গে মিছিলের অনুমতি পাওয়া কঠিন। নিরাপত্তা বাহিনীর অনুমতি না মেলায় শেষ পর্যন্ত বাইক মিছিল হচ্ছে না।
সব মিলিয়ে, তিন দিনের এই সফরে প্রকাশ্য রাজনীতির বদলে ভোটের অঙ্ক, সংগঠনের শক্তি ও দুর্বলতা - সব কিছু খতিয়ে দেখতেই কলকাতায় অমিত শাহ।