শাহের হাত ধরেই পুজো উদ্বোধনী, দেবীপক্ষে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
শাহের হাত ধরেই পুজো উদ্বোধনী
শাহের হাত ধরে উদ্বোধন হবে সজলের পুজোর। দেবীপক্ষের মাঝেই রাজ্য়ে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাবেন দু’জায়গার পুজো উদ্বোধনে। সূত্রের খবর, চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন দুপুরের মধ্য়ে কলকাতায় ঢুকে পড়বেন তিনি। তারপর এখনও পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাবেন দুই জায়গায়। একদিকে, সন্তোষ মিত্র স্কোয়্যার। অন্যদিকে, ইজেড সিসির দুর্গাপুজোয়।
বলে রাখা ভাল, রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত। কারণ, এই পুজোর প্রধান উদ্যোক্তাও তিনিই। প্রতি বছর পুজোয় থিমের দিক থেকে চমক দিয়েছেন সজল। কখনও বানিয়েছেন রামমন্দির। কখনও আবার বানিয়েছেন লালকেল্লা। তবে এবারের পুজোর থিম আরও এক ধাপ এগিয়ে। ৯০ তম বর্ষে পা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম অপারেশন সিঁদুর। যা এবার উদ্বোধন হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে।
বিজেপি সূত্রে খবর, সজলের পুজো উদ্বোধনের পাশাপাশি ওই দিন ইজেডসিসি-র দুর্গাপুজো উদ্বোধন করতে চলেছেন শাহ। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারা সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। সরাসরি ‘বিজেপি-র’ দুর্গাপুজো না হলেও, সেই পুজো আয়োজনের সমস্ত রকম দায়িত্বে থেকেছেন বিজেপি নেতারাই।
এমনকি, খুঁটি পুজোর দিনেও গোটা দিন পুজো আয়োজনের কাজে ইজেডসিসি-তেই কাটিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বলে রাখা ভাল, এই পুজোর শুরুটা এক সময় তৃণমূল, পরে বিজেপি। তারপর আবার তৃণমূলে ফেরত যাওয়া মুকুল রায়ের হাত ধরেই। একাংশ বলেন, তিনি বিজেপিতে থাকাকালীন তাঁর পরামর্শেই এই পুজো শুরু করে বঙ্গ বিজেপি। তখন দলের রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ। কিন্তু দু’বছর টানা পুজোর তা হঠাৎ করেই থেমে যায়। চলতি বছর আবার সেখানে ‘ঘুরপথে’ পুজোর আয়োজন করেছে বিজেপি। অবশ্য, এই দু’টিই যে একেবার চূড়ান্ত, এমন নয়। সূচিতে পরিবর্তন ঘটলে আরও একটি পুজো উদ্বোধনে যাওয়ার সম্ভবনা রয়েছে শাহের।