বিভ্রান্তি কাটাতে পাঁচ দিনে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অনুব্রত!
এসআইআর ইস্যুতে (SIR Issue) পাঁচ দিনের ব্যবধানে নাটকীয় সুরবদল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)।
কয়েক দিন আগেই যেখানে দলের বিপরীতে গিয়ে তিনি বলেছিলেন, “এসআইআর চালু হোক না, এতে অসুবিধা কী আছে?”, সেই কেষ্টই এবার বিজেপিকে নিশানা করে সোজা সুরে বললেন, “তুমি কোন হরিদাস পাল যে আমাদের দেশ থেকে বের করে দেবে?”
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুব্রতর মন্তব্য, “পারবে না!” — আর সেই এক বাক্যেই যেন উল্টে গেল তাঁর আগের অবস্থান।
রাজনৈতিক মহলের মতে, দলের সর্বভারতীয় নেতৃত্বের বিরোধী সুরে কথা বলে কেষ্ট কার্যত সমালোচনার মুখে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সেখানে দলের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়েছিলেন অনুব্রত। যা নিয়ে দলের ঘরে-বাইরে সমালোচনাও শুরু হয়। প্রশ্ন ওঠে, অনুব্রতর মতো নেতারা এমন কথা বললে দলের নীচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তো হবেই!
তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছে, নিচুতলার কর্মীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতেই কেষ্টের এই সুরবদল। যদিও এ বিষয়ে অনুব্রত নিজে মুখ খোলেননি।
প্রসঙ্গত, আগামিকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান (SIR)। বাড়ি-বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন বিএলও-রা। আর ঠিক তার আগের দিনই দলের লাইনে ফেরার ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল।