মোদীর উদ্দেশে কী বললেন অভিনেতা
খাজুরাহো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে বৃহস্পতিবার ভোরে বারাণসী স্টেশনে (Varanasi Railway Station) পৌঁছেছিলেন অনুপম খের (Anupam Kher)। সেখান থেকে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে পা রাখতেই সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে অবাক হয়ে যান অভিনেতা।
ভোর ৫টা ২ মিনিটে স্টেশন চত্বর থেকে লাইভে এসে অনুপম খের বলেন, “আমি এই মুহূর্তে বারাণসী স্টেশনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন, শুধু সেটা দেখানোর জন্যই আমি লাইভে এলাম। আমি সত্যিই গর্বিত। এটা শুধু প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বলে নয়, আমি ইদানীং আরও অনেক স্টেশন ঘুরে দেখেছি যেগুলোর ভোল বদলে গেছে।”
স্টেশনের এই বিশাল পরিবর্তন দেখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী এবং রেলের কর্মীদের সেলাম জানিয়েছেন। তাঁর মতে, ২০১৪ সালে মোদীজি যে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন, এখন সব জায়গায় তার আসল সুফল দেখা যাচ্ছে।
বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই অভিনেতা ভিডিওতে আগাম সতর্কবার্তা দিয়ে বলেন, “এখন হয়তো অনেকেই কোনও একটা নোংরা জায়গার ছবি তুলে ধরে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন। কিন্তু আমি বর্তমান পরিস্থিতি দেখে সত্যিই আশাবাদী।”
অনুপম খেরের স্ত্রী কিরণ খের বিজেপির প্রাক্তন সাংসদ। অনুপম নিজে সরাসরি রাজনীতিতে না নামলেও বিভিন্ন সময়ে মোদী সরকারের পক্ষে সরব হয়েছেন। দেশে ‘অসহিষ্ণুতা’ বিতর্কের সময় তিনি বিজেপির সমর্থনে দিল্লির রাজপথে নেমেছিলেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন নিয়ে তৈরি বিতর্কিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ অভিনয় করেও তিনি যথেষ্ট আলোচনায় ছিলেন।