You will be redirected to an external website

‘দীর্ঘকালীন যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত’, রাজনাথের বার্তায় কীসের ইঙ্গিত?

The Indo-Pak conflict over the Pahalgaon terror attack has not yet completely subsided.

সেনাকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পহেলগাঁও সন্ত্রাসকে কেন্দ্র করে ভারত-পাক সংঘাতের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরইমাঝে সেনাকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বার্তা, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশের সেনাকে সবরকম চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। তা সে স্বল্প মেয়াদের হোক বা টানা ৫ বছর ধরে চলা যুদ্ধ।

বুধবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সময়ে যুদ্ধ ভীষণ আকস্মিকভাবে শুরু হয়। ফলে কবে যুদ্ধ শুরু হবে এবং তা কতদিন ধরে চলবে তা কেউ আগাম বলতে পারে না। যুদ্ধ দু’মাস, চার মাস, এক বছর, এমনকি ৫ বছর পর্যন্ত চলতে পারে। ফলে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমাদের প্রস্তুত থাকা উচিত।” তবে এই ধরনের পরিস্থিতিতে ভারতের নীতি স্পষ্ট করে রাজনাথ বলেন, “ভারত কখনও কারও জমি দখল করতে চায় না।কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে সেক্ষেত্রে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে নিজেদের রক্ষা করতে প্রস্তুত।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এপি সিং ও নৌসেনার প্রধান দিনেশ ত্রিপাঠী। তাঁদের উপস্থিতিতেই অপারেশন সিঁদুরের ঢালাও প্রশংসা করেন রাজনাথ। “এই অভিযান ভারতের দেশিয় প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি এক উজ্জ্বল উদাহরণ। অপারেশন সিঁদুর দেখিয়ে দিয়েছে আত্মনির্ভরতা এখন শুধু একটি লক্ষ্য নয়, বরং ভবিষ্যতের অপরিহার্যতা। আমরা আত্মনির্ভরতার পথে অনেকটা এগিয়েছি, এখনও অনেক পথ হাঁটা বাকি।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Pulling the strings of her words, Mamata continued to say, Read Next

‘আমার পিছনে স্টেনগান, পা...