You will be redirected to an external website

বাগুইআটি উড়ালপুলে সেনা বাসের ধাক্কা! ভেঙে পড়ল হাইটবার, চুলচেরা দূরত্বে বাঁচলেন ক্যাবচালক

A major accident occurred on the Baguati Flyover on Saturday morning. An army bus hit the height bar

বাগুইআটি উড়ালপুলে সেনা বাসের ধাক্কা!

শনিবার সকাল সকাল বড়সড় দুর্ঘটনায় আতঙ্ক বাগুইআটি উড়ালপুলে (Baguiati Flyover)। সেনাবাহিনীর একটি বাস হাইটবারে ধাক্কা মারে (army bus,  height bar collapsed), আর তার জেরেই উড়ালপুলের এয়ারপোর্টমুখী লেনের হাইটবার ভেঙে গিয়ে সোজা এসে পড়ে এক অ্যাপ ক্যাবের বনেটে (cab driver)। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ক্যাবচালক। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।

ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুরের দিক থেকে কলকাতামুখী লেনে উড়ালপুলে ওঠার সময় হাইটবারে জোরে ধাক্কা মারে সেনা বাসটি। ধাক্কার অভিঘাতে হাইটবারের একটি অংশ বাসের ছাদে আটকে যায়। সেই টানেই অপর লেনের—এয়ারপোর্টমুখী দিকের—হাইটবারটি ভেঙে নিচে পড়ে গিয়ে চূর্ণ করে দেয় অ্যাপ ক্যাবের সামনের অংশ।

দুর্ঘটনার জেরে মুহূর্তে থমকে যায় উড়ালপুলের যান চলাচল। কলকাতামুখী লেনে দেখা দেয় তীব্র যানজট। বহু যাত্রী সকালে কাজের পথে বিপাকে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি ট্রাফিক গার্ড এবং বাগুইআটি থানার পুলিশ। আটকে থাকা সেনা বাসটি সরিয়ে ফেলার জন্য চলছে জোরকদমে চেষ্টা। নিরাপত্তার স্বার্থে উভয় লেনেই নিয়ন্ত্রণ করা হয়েছে গাড়ি চলাচল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Political leaders and ministers have to do everything they can to get through the election season. Every year, before the elections, the media captures their various activities. Read Next

ভোট বড় বালাই! বীরসা-মুন্...