You will be redirected to an external website

স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসার আওতায় পড়তে পারে: ছত্তীসগড় হাইকোর্ট

Asking for a wife's mobile password may fall under domestic violence: Chhattisgarh High Court

স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা চলবে না:ছত্তীসগড় হাইকোর্ট

বৈবাহিক সম্পর্ক থাকলেও স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা চলবে না— এমনই কড়া বার্তা দিল ছত্তীসগড় হাইকোর্ট । সম্প্রতি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিচারপতি রাকেশমোহন পান্ডে সাফ জানিয়ে দেন, স্ত্রীর মোবাইল কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড  চাওয়া বা তাঁকে তা দিতে বাধ্য করা গার্হস্থ্য হিংসার আওতায় পড়তে পারে।

এক আইনি ওয়েবসাইটের প্রতিবেন অনুযায়ী, মামলার শুনানির সময় বিচারপতি বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, একজনের ব্যক্তিগত গোপনীয়তা অন্যজন লঙ্ঘন করতে পারেন না।” তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, বিয়ে হলেই স্ত্রীর ফোন, কথোপকথন, বা আর্থিক তথ্যের উপর স্বামীর স্বতঃসিদ্ধ অধিকার জন্মে যায় না।

মামলার মূল বিষয় ছিল স্বামীর এক সন্দেহ। তিনি স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে তাঁর মোবাইলের কল ডিটেল রেকর্ড (সিডিআর) চেয়ে পুলিশের কাছে আবেদন করেন। এমনকি স্থানীয় পারিবারিক আদালতের কাছে সিডিআরের আবেদন করেও খারিজ হন। পরবর্তীতে ছত্তীসগড় হাইকোর্টে যান তিনি। কিন্তু সেখানেও তাঁর আর্জি খারিজ করে দেয় আদালত।

হাইকোর্ট জানিয়ে দেয়, শুধুমাত্র অস্পষ্ট সন্দেহের ভিত্তিতে স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা যায় না। আদালতের মতে, বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস, স্বচ্ছতা ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

On July 21, Shuvendu will go to Uttar Kanya, the High Court allowed it even after imposing conditions. Read Next

২১ জুলাই উত্তরকন্যা যাব...