লোহার টিউবওয়েলে বাঁশের হ্যান্ডেল
টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল। এমনই ছবি পূর্ব বর্ধমান জেলায়। উপায় না দেখে ওই কল থেকেই জল নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। শুধু তাই নয় ওই কলের জলের উপর ভরসা করেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এমন বিরল দৃশ্য স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠানপাড়া। জানা গেছে সেখানেই সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত ২০২৪ -- ২০২৫ আর্থিক বছরে টিউবওয়েলটি নতুন করে তৈরি করেছে। ব্যায়ের হিসেব দিয়ে ঢালাই করা ফলকও তৈরী করে লাগান হয়েছে। কিন্তু টিউবওয়েলের চিত্র দেখে থমকে যেতে হয়। সরকারি ফলোকে দেখা যাচ্ছে টিউবওয়েলের বরাদ্দ করা হয়েছিল ৮০ হাজার ৬৭৮ টাকা। কিন্তু ব্যয় হয়েছে ৬৭ হাজার ১৩১ টাকা। অর্থাৎ পঞ্চায়েতের বরাদ্দকৃত টাকা অনেকটাই বেঁচে গেছে। তাহলে টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল কেন ?
এবিষয়ে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের দাবি বর্ষার দিনে জলের জন্য ভিষণ সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অতি দ্রুত টিউবওয়েলটি সংস্কার করে দেওয়া হলে সাধারণ গ্রামবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুগুলির উপকার হয়। তবে এই ঘটনা সরকারের উন্নয়নের বাস্তব চিত্রটি আবারও সামনে নিয়ে এলো বলেই মত একাংশের।