ইডেনে রাজ্য-সিএবি'র বিরাট সংবর্ধনা
বিশ্বকাপ জয়ী রিচা (Richa Ghosh) ঘোষকে শনিবার সিএবি-র (CAB) তরফ থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সংবর্ধনা দেওয়া হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী (Jhulan Goswami), রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকে।
গোটা বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল শিলিগুড়ির এই বাঙালি মেয়ের বাড়িতেই রয়েছে। তাই তাঁকে নিয়ে উন্মাদনা স্বাভাবিকভাবেই তুঙ্গে। পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএবি-র তরফ থেকে রিচার হাতে এদিন তুলে দেওয়া সোনার ব্যাট-বল। পাশাপাশি দেওয়া হয় ৩৪ লক্ষ টাকা। রাজ্য সরকারের তরফে তাঁকে 'বঙ্গভূষণ' সম্মানে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে, ডিএসপি পদে চাকরিও দেওয়া হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, বিশ্বকাপে সব চেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ধারে কাছেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভাল জাগায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে চেয়েই এই সিদ্ধান্ত সিএবি-র।
শুক্রবার বিশ্বজয় করে ঘরে ফেরেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। লাল গালিচায় পা রেখে, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চেপে শহরে ফিরলেন বিশ্বজয়ী রিচা। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব (Goutam Deb)।
রিচার জন্য পুরো শহর সাজানো হয়েছিল। হোর্ডিং, ব্যানারে ছেয়ে গেছিল রাস্তা। দিল্লি থেকে বাগডোগরায় নামতেই সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়। মাঝে মাঝে থামতেও হয় তাঁকে। কারণ বিশ্বকাপজয়ী মেয়ের জন্য বিভিন্ন ক্লাব ও সংগঠন নিজেদের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করেছিল। এরপর তাঁকে সোজা সুভাষপল্লির বাড়িতে পৌঁছে দেন মেয়র গৌতম।