You will be redirected to an external website

'বাংলার মাটি, বাংলার জল', স্কুল প্রার্থনায় বাধ্যতামূলক! পর্ষদের নির্দেশিকা ঘিরে বিতর্ক

Rabindranath Tagore's 'Banglar Mati, Banglar Jal' will be recited in the morning prayers across the state.

পর্ষদের নির্দেশিকা ঘিরে বিতর্ক

রাজ্যজুড়ে এবার সকালের প্রার্থনায় (Morning Prayer) বেজে উঠবে রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা (Board of Secondary Education) জারি করে জানিয়ে দিয়েছে— সরকারি ও সরকার-পোষিত সমস্ত স্কুলে (State Song) প্রতিদিনের প্রার্থনায় রাজ্যসঙ্গীত গাইতে হবে।

২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ করে গানটি রাজ্যসঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। চলতি বছরের শুরুতে মুখ্যসচিবের নির্দেশে নির্দিষ্ট অংশটুকু—“বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক...” এক মিনিটের মধ্যে গাওয়ার কথা বলা হয়।

এবার এ ব্যাপারে স্কুলগুলিতে নির্দেশিকা জারি হতেই ফের শুরু হয়েছে বিতর্ক। নির্দেশিকার কথা স্বীকার করে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ বলেন, “এখন থেকে থেকে স্কুলগুলিতে প্রার্থনা সভায় এই গান বাধ্যতামূলক।”

পর্ষদের এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই  শিক্ষাঙ্গন থেকে রাজনৈতিক মহল— অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রার্থনাসঙ্গীতকে সরকারি ভাবে বাধ্যতামূলক করা কতটা যুক্তিসঙ্গত। কারও কারও মতে, এই প্রয়াসের নেপথ্যে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঙালিয়ানা ও আবেগ জাগিয়ে তোলার চেষ্টা।

সংশ্লিষ্ট মহলের মতে, রবীন্দ্রনাথের গান সকালবেলার প্রার্থনায় গাওয়া যেতে পারে, তাতে আপত্তি নেই। কিন্তু সরকার সব কিছু এভাবে চাপিয়ে দিতে পারে না।

একাংশ শিক্ষক ও অধ্যাপকও মনে করছেন, রবীন্দ্রনাথের গান বাধ্যতামূলক করলে তার প্রতিক্রিয়া হবেই। গান তো আনন্দের, সেটাকে জোর করে গাওয়ানো উচিত নয়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A public war of words broke out on the streets between the state's Deputy Chief Minister and BJP candidate Vijay Kumar Sinha and RJD candidate Ajay Kumar on Thursday morning. Read Next

উপমুখ্যমন্ত্রী বনাম আরজ...