You will be redirected to an external website

শিক্ষিত বেকারদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা! ভোটের মুখে ফের বড় ঘোষণা নীতীশের

Modi-Nitish's hope for winning the Bihar elections is this charity!

শিক্ষিত বেকারদের জন্য মাসে ১০০০ টাকা ভাতা!

বিহারের ভোটে জিততে মোদি-নীতীশদের ভরসা সেই খয়রাতি! ভোটের মাত্র মাস দুয়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর বয়সি সব বেকার যুবক-যুবতী মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার না পেলে ওই ভাতা দেওয়া চলবে।

বিহারে বিধানসভা ভোটের (Bihar Elections) মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ (Nitish Kumar)। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা করেছন জেডিইউ সুপ্রিমো। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ‘ইন্টার্নশিপ’ হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ। যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

এবার তাঁর ঘোষণা, ২০ থেকে ২৫ বছর বয়সি কোনও স্নাতক যুবক-যুবতী যদি কর্মহীন হন, কোনও চাকরি না করেন, বা নিজের ব্যবসাও না করেন, তাহলে দুবছর পর্যন্ত তাঁকে এক হাজার টাকা করে মাসিক ভাতা দেবে সরকার। নীতীশের আশা, সরকারের এই সাহায্য পেয়ে বিহারের যুবসমাজ দক্ষতা উন্নয়নের চেষ্টা করবে। আগামী পাঁচ বছরে রাজ্যে এক কোটি বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে বিহার সরকার। যদিও বিরোধীরা স্পষ্ট বলছে, সবটাই ভোটের আগের দেখনদারি। নীতীশ আসলে মরণকালে হরিনাম করছেন। পাঁচ বছর মানুষের জন্য কোনও উন্নয়ন করেননি। এবার খেসারত দিতে শেষবেলায় খয়রাতি করছেন।

উল্লেখ্য, সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জন সূরজও। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পালটির জেরে নীতীশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতীশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে খয়রাতির বন্যা বইয়ে দিচ্ছেন বহু দিনের পোড়খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A few days ago, RSS chief Mohan Bhagwat increased the pressure on Modi by hinting at his Read Next

৭৫-এ মোদি, ফের চর্চায় অবস...