৫ লক্ষ রসগোল্লা বনাম ৫০০ কেজি লাড্ডু, বিহারে ফলপ্রকাশের আগে মিষ্টি বিতরণে টানটান লড়াই |
বিহারে বেহাল রাহুল! ‘ভোটার অধিকার যাত্রা’পথের সব আসনে হার কংগ্রেসের
বিহারে বেহাল রাহুল!
বিহারে রেকর্ড আসন পেয়ে জয়ের দোরগোড়ায় এনডিএ জোট। জেডিইউ-কে পিছনে ফেলে বিহারের একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি। শুধু এখানেই শেষ নয়। কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, রাহুলের ভোটার অধিকার যাত্রা যে ১১০ আসনকে ছুঁয়ে গিয়েছে সেখানে কোনও আসনে নির্বাচনের ফল তাঁর পার্টির পক্ষে নেই।
জানা গিয়েছে, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শুরু হয় সাসারামে শেষ হয় পাটনায়। প্রায় ২৫ জেলা এবং ১১০ আসন আসনের উপর দিয়ে যায় এই যাত্রা। বিহারের অন্দরে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার পথ পরিক্রমা করেন রাহুল। ভোট গণনায় দেখা যাচ্ছে এই যাত্রাপথের একটিও আসনের ফল কংগ্রেসের পক্ষে নেই। তারা এখন বিহারে কিষণগঞ্জ এবং মণিহারি মাত্র এই দুটি আসনে এগিয়ে রয়েছে।
কংগ্রেসের সমীকরণে ছিল রাহুলের আগের যাত্রার হিসাব। কংগ্রেসের দাবি, রাহুলের আগের যাত্রাগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৩ সালের তেলঙ্গানা নির্বাচনে তাদের ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে গান্ধী যে দুটি ‘ভারত জোড়ো’ যাত্রা করেন, সেই যাত্রার ৪১টি আসন জেতে কংগ্রেস। তেলেঙ্গানায়, নির্বাচনে জিতে সরকার গঠন করে কংগ্রেস। কিন্তু বিহারের ফল ঠিক উলটো।