You will be redirected to an external website

'বিহারে কুকুরের নামেও ভোটার লিস্ট তৈরি করছে বিজেপি', ভোট লুঠ নিয়ে কেবিহারে ন্দ্রকে তোপ অভিষেকের

'BJP is preparing voter lists in the names of dogs in Bihar'

ভোট লুঠ নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা, অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে আজ (সোমবার) উত্তাল হতে পারে সংসদ। এদিন দিল্লি যাওয়ার আগে একপ্রকার সেই ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'ভুয়ো ভোটার লিস্ট; নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তিনি।

এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব্ব হন তিনি। তাঁর কথায়, 'বিজেপি হিংসার রাজনীতি করছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়ে পরিকল্পিতভাবে বাঙালিদের নির্যাতন, অপমান করার ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। এসআইআর-এর নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে।'

ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তৃণমূল সাংসদ বলেন, 'মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি করছে বিজেপি। তার বাবার নাম নাকি কুত্তাবাবু! এই ভোটার কার্ড এমন একটি তথ্য যা এসআইএর-এর জন্য নির্বাচন কমিশন গ্রহণ করছে। নির্বাচন কমিশনকেও তোপ দাগেন অভিষেক। বলেন, সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে। যাতে নির্বাচনের সময় ভোট লুঠ করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, সেই চেষ্টা করছে নির্বাচন।'

'একটা রাজনৈতিক দলকে সুযোগ করে দেবে বলে, তাদের তল্পিবাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন', এমনটাই অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, কমিশন বিজেপির দাসত্ব করছে বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ।

পরপর কয়েকটি প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'নির্বাচনের সময় যখন রাজ্যের আইনশৃঙ্খলার ভার নির্বাচন কমিশনের উপর। সেইসময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী একজন নির্দোষ প্রবীণ ভোটারকে দিনের আলোয় প্রকাশ্যে গুলি করে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এক দফার বদলে আট দফায় নির্বাচন করা হয়। যত দিন গেছে বিজেপির প্রতি কমিশনের  দাসত্ব আরও বেড়েছে।' 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Anuvrata's ten-minute meeting with Didi in Birbhum... Read Next

বীরভূমে দিদির সঙ্গে দশ ম...