You will be redirected to an external website

তিরুপতির প্রণামী বাক্সে চুরি গেল ১০০ কোটি টাকা?

The BJP leader alleged that crores of rupees looted from temples used to reach the house of former Chief Minister Jagan Mohan Reddy

তিরুপতির প্রণামী বাক্সে চুরি গেল ১০০ কোটি টাকা?

তিরুপতির প্রণামী বাক্স থেকে ১০০ কোটি টাকা চুরি। পূর্বতন জগন মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ তুলল বিজেপি নেতা। অন্ধ্র প্রদেশের তিরুমালায় অবস্থিত তিরুপতি মন্দির সেদেশের অন্যতম ধর্মীয় স্থান। আর তারই প্রণামী বাক্স থেকে ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে ১০০ কোটি টাকা চুরির অভিযোগ। তুলে ধরা হয়েছে সিসিটিভি ফুটেজও। কাঠগড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সে রাজ্যের বিজেপি নথা তিরুপতি মন্দিরের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বোর্ড তিরুমালা তিরুপতি দেবস্থনমের সদস্য ভানু প্রকাশ রেড্ডির অভিযোগ, রবি কুমার নামে মন্দিরের এক কর্মীর মাধ্যমেই এই কেলেঙ্কারি ঘটিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। তাঁর অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্য়ে এই বিপুল অঙ্কের টাকা সরিয়েছেন ওই রবি কুমার।

কী দেখা গেল সিসিটিভি ফুটেজে?

ওই চুরির সিসিটিভি ফুটেজ সর্বপ্রথম নেটমাধ্যমে তুলে ধরেন তেলেগু দেশম পার্টির নেতা তথা অন্ধ্রের মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ছেলে নাড়া লোকেশ। সেই ভিডিয়োয় (যাচাই করেনি টিভি৯ বাংলা) দেখা যায়, তিরুপতি মন্দিরের প্রণামী বাক্সে জমা পড়া টাকা বসে বসে গুনছেন বেশ কয়েকজন। তাদের মধ্য়ে থেকেই একজন আবার হাতের কারসাজিতে নিজের শরীরে জড়ানো একটি থলিতে ঢুকিয়ে নিচ্ছেন মোটা মোটা নোটের বান্ডিল। নাড়া লোকেশের পোস্ট করা সেই ভিডিয়ো তুলে ধরেছেন ওই বিজেপি নেতাও। তাঁর কথায়, এই ভাবেই গত পাঁচ বছরে চুরি গিয়েছে ১০০ কোটি টাকা।

এই টাকা কী করল জগন সরকার?

বিজেপি নেতার অভিযোগ, মন্দির থেকে লুট করা কোটি কোটি টাকা অন্ধ্র প্রদেশের বিভিন্ন নির্মাণ প্রকল্প বিনিয়োগের মাধ্যমে ঘুরপথে পৌঁছত প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বাড়িতেই। তাঁর আরও দাবি এই কেন্দ্রীক একটি মামলা ইতিমধ্য়েই হাইকোর্টের নির্দেশে সিআইডি-র হাতে স্থানান্তর হয়েছে। এক মাসের মধ্যেই সিআইডি-কে সেই মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...