ভাঙচুর করা হয় বিধায়কের গাড়ি
মোদির সফরের দিনই কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক। ঘোকসাডাঙায় বিজেপি বিধায়কের সহকারীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ির কাচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
রাজ্যের একপ্রান্তে যখন প্রধাবনমন্ত্রী আসার প্রস্তুতি, তখন আরেকপ্রান্তে ঘটে গেল তৃণমূল- বিজেপি সংঘর্ষ। স্থানীয় সূত্রে খবর, ধর্মতলায় ২১-শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে, শুক্রবার ঘোকসাডাঙা স্টেশনে ট্রেন ধরার জন্য এসে পৌঁছন কোচবিহারের তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। ঠিক সেই সময়, একই স্টেশনে ট্রেন ধরার জন্য আসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অভিযোগ, আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে শুরু হয় তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ। বিধায়কের গা়ড়ির কাচ ভেঙে দেওয়া হয়। অভিযোগ, হেনস্থা করা হয় বিজেপি বিধায়কের নিরাপত্তারক্ষীকেও।
বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, "স্টেশনের মধ্যে ওরা ১০-১২ জন মিলে বিক্ষোভ দেখানো শুরু করল। বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গেই ওরা আমার গাড়িটা ঘিরে চিৎকার চেচামেচি শুরু করে। আমার নিরাপত্তারক্ষীর ওপরে ওরা মারধর শুরু করল। পিছন থেকে তৃণমূলের ছেলেরাই ঢিল মারে।" বিক্ষোভের মধ্য়েই, গাড়ি ঘুরিয়ে সোজা ঘোকসাডাঙা থানায় চলে যান সুশীল বর্মন। সেখানেও, থানার সামনে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ।
ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সুশীল বর্মণ। যদিও সেই অভিযোগ মানতে চায়নি তৃণমূল কংগ্রেস। মাথাভাঙার তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই যুক্ত নয়। বিধায়ক সেখানে কেন গিয়েছিলেন, তাও জানা নেই।