রাস্তাতেই সাঁতার কাটলেন বিজেপি বিধায়ক
খানা-খন্দে ভরা চাকদহ থেকে বনগাঁর রাস্তা। জলে ডুবে রয়েছে সবটাই। দিকে দিকে মরণফাঁদ। আর সেখানেই সাঁতার কেটে প্রতিবাদ করতে দেখা গেল বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে। একদিন আগেই ওই একই জায়গাতেই প্রতিবাদে সরব হয়েছিল বামেরাও। নৌকা-জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছিলেন বাম কর্মী সমর্থকেরা। প্রতিবাদী পোস্টারে লেখা দুয়ারে নৌকা। এবার সেখানেই সাঁতার কাটতে দেখা গেল বিজেপি বিধায়ককে। তা নিয়েই তুমুল শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।
বঙ্কিম ঘোষের স্পষ্ট কথা, এখানে রাজনীতির কোনও বিষয় নেই। এটা বিরোধীদের লড়াই আন্দোলনের অভিমুখ। তিনি বলছেন, “এখানে রাজনীতির প্রশ্নই নেই। এটা বিরোধীদের লড়াই আন্দোলনের একটা অভিমুখ।” এরপরই তিনি বললেন, “এই সময়ই তো আমরা লড়াই করব। আমার হাতে তো আর বেশি ক্ষমতা নেই! আমি ৭০ লক্ষ টাকা বছরে পাই। ৭০ লক্ষ টাকায় রাস্তা হবে না। ৩০৭টা বুথ আছে। সেখানে কাজ করতে হবে। ফলে রাজ্য সরকার যাতে কাজটা করে আমরা চাই। বিরোধী বিধায়ক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই আমার কাজ।”
অন্যদিকে হাওড়ার জগদীশপুরে আবার জল-যন্ত্রণার প্রতিবাদে দেখা গেল এক অন্য ছবি। জল জমে দুর্ভোগের কারণে প্রতিবাদ করছিল আম-জনতা। সেখানেই পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি প্রতিবাদীদের। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করছে বলেও অভিযোগ। এদিকে প্রতিবাদীরা বলছেন বারবার তাঁরা নানা জায়গায় অভিযোগ করেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি, তাই তাঁরা পথ অবরোধ করছিলেন।