‘আমার জীবনের প্রথম দেখা ছবি গুরুদক্ষিণা’, বললেন অভিষেক, জড়িয়ে ধরলেন রঞ্জিত মল্লিক |
ডেলিভারি কর্মীদের সুরক্ষায় বড় পদক্ষেপ ব্লিঙ্কিটের, সরানো হবে ‘১০ মিনিট ডেলিভারি’র বিজ্ঞাপন
ডেলিভারি কর্মীদের সুরক্ষায় বড় পদক্ষেপ ব্লিঙ্কিটের
ডেলিভারি কর্মীদের (Delivery Partners) নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই বড় সিদ্ধান্ত ব্লিঙ্কিটের। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর (Mansukh Mandaviya) হস্তক্ষেপের পর কুইক-কমার্স সংস্থা ব্লিঙ্কিট (Blinkit) তাদের সব ব্র্যান্ড প্ল্যাটফর্ম থেকে ‘১০ মিনিটে ডেলিভারি’র (10-minute Delivery) দাবি সরিয়ে দিল।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই ইস্যুতে মন্ত্রী ব্লিঙ্কিটের পাশাপাশি জেপ্টো (Zepto), সুইগি (Swiggy) এবং জোমাটো (Zomato) কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। তিনি সেখানে স্পষ্টভাবে জানান ও পরামর্শ দেন, ডেলিভারি কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে কড়াকড়ি সময়সীমা (Strict Delivery Timelines) থেকে সংস্থাগুলির সরে আসা উচিত।
অতিরিক্ত দ্রুত ডেলিভারির চাপ কর্মীদের উপর অযথা মানসিক ও শারীরিক চাপ তৈরি করে এবং দুর্ঘটনার (Accident Risk) আশঙ্কা বাড়ায়।
সরকারি সূত্র জানাচ্ছে, বৈঠকে উপস্থিত সব সংস্থাই আশ্বাস দিয়েছে যে তারা তাদের বিজ্ঞাপন (Brand Advertisements) এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platforms) থেকে নির্দিষ্ট ডেলিভারি সময়ের প্রতিশ্রুতি তুলে দেবে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য, পরিষেবা চালু রাখার পাশাপাশি গিগ কর্মীদের (Gig Workers) সুস্থতা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া।
সম্প্রতি কুইক-কমার্স মডেল এবং তার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। ডেলিভারি কর্মীদের উপর বাড়তে থাকা চাপ ও ঝুঁকি নিয়ে সরকারের নজরদারিও বেড়েছে। এই প্রেক্ষিতেই কেন্দ্র স্পষ্ট বার্তা দিয়েছে—দ্রুত ডেলিভারির নামে কর্মীদের সুরক্ষা কোনওভাবেই আপস করা যাবে না।