অমিত শাহকে ফোন করে রিপোর্ট নিলেন মোদী, ঘটনার তদন্তভার পেল এনআইএ |
লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ, মৃতের সংখ্যা এখনও অবধি ৯, আহতও বহু
লালকেল্লার চত্বরে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ
রাজধানী দিল্লির (New Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort Blast) ঠিক সামনে, গেট নম্বর ১–এর পাশে হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের (Red Fort Explosion) পরই আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল।
দিল্লি ফায়ার (New Delhi) সার্ভিস সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা ৫৫ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয় সাতটি দমকল ইঞ্জিন এবং ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘটনায় আপাতত মৃত্যু হয়েছে নয় জনের। সংখ্যাটা আরও বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। তবে তাঁদের অবস্থা বা সংখ্যা এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে। আপাতত নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।
লালকেল্লা এবং আশপাশের এলাকা উচ্চ নিরাপত্তা বলয়ে থাকার কারণে, এই বিস্ফোরণ ঘিরে ইতিমধ্যেই তৎপরতা বেড়েছে গোয়েন্দা সংস্থাগুলিরও।
পুলিশের দাবি, এটি সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা। তদন্তকারীরা আশঙ্কা করছেন, দিল্লি-কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও এই নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে।
এদিকে, জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে (JK and Haryana Police joint operation) ধরা পড়েছেন দুই চিকিৎসক এবং এক মহিলা চিকিৎসক (female doctor arrested)। তাদের জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad) ও আনসার গজওয়াত-উল-হিন্দ (Ansar Ghazwat-ul-Hind)-এর আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
প্রথমে পাওয়া গেছিল ৩৬০ কেজি বিস্ফোরকের হদিস। কিন্তু তদন্ত এগোতেই জানা যায়, মোট ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার (2,900 kg explosives recovered) হয়েছে! ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া করা বাড়ি থেকেই এই বিস্ফোরক মজুত পাওয়া যায়। তিনি তিন মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন।