You will be redirected to an external website

ব্রেন কুড়ে কুড়ে খাচ্ছে অ্যামিবা, ইতিমধ্যেই ১৯ জনের মৃত্যু কেরলে, বাংলাতেও ছড়িয়ে পড়বে না তো?

Another terrible infection. People are getting infected one after another. Deaths are happening one after another

ব্রেন কুড়ে কুড়ে খাচ্ছে অ্যামিবা

আবারও এক ভয়ঙ্কর সংক্রমণ। একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে পরপর। মস্তিষ্ক কুড়ে কুড়ে খাচ্ছে এক ভয়ঙ্কর অ্যামিবা। ইতিমধ্যেই ৬১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের, যার মধ্যে অধিকাংশই বিগত কয়েক সপ্তাহে হয়েছে।

কেরলের স্বাস্থ্য দফতর জারি করেছে বিশেষ সতর্কতা। সেখানে ছড়িয়ে পড়ছে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস (Primary Amoebic Meningoencephalitis)। এটি এক ধরনের মস্তিষ্কের সংক্রমণ, যাতে মৃত্য়ুহার উল্লেখযোগ্যভাবে বেশি। নায়েগলেরিয়া ফওলেরি, যা ব্রেন-ইটিং অ্যামিবা নামেই পরিচিত, তার থেকে এই সংক্রমণ ছড়ায়।

 

রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, এটা অত্যন্ত সিরিয়াস একটি বিষয়। জনস্বাস্থ্য এক বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে কোজ়িকোড়, মলপুরম্ম জেলায় এই সংক্রমণ ছড়াচ্ছিল। এখন তা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ছে। তিন মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছরের বৃদ্ধ, কেউই বাদ পড়ছে না।

আগের বছরও এই সংক্রমণ ছড়িয়েছিল, তবে তা একটি নির্দিষ্ট জলের উৎস থেকেই হয়েছিল। এবারের যে সংক্রমণগুলির হদিস মিলছে, তা সবই বিচ্ছিন্ন ঘটনা। এর ফলে সংক্রমণের উৎস খুঁজতেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।

মূলত জল থেকেই এই সংক্রমণ ছড়ায়। মাথা ব্যথা, জ্বর, বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়, মেনিনজাইটিসের মতোই। এতে সংক্রমণ শনাক্ত করা আরও কঠিন হয়ে যায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The puja committees have received a donation of one lakh rupees each. Read Next

দিদি ১ লক্ষ টাকা অনুদান দ...