শুনানির মাঝেই ধুন্ধুমার!
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Scam) শুনানিতে মঙ্গলবার ফের উত্তেজনা আলিপুর আদালতে (Alipur Court)। সাক্ষ্যগ্রহণ চলাকালীন হঠাৎই তীব্র বচসায় জড়ালেন সিবিআই এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এজলাস ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা।
অন্যদিকে, ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির ছিলেন অভিযুক্ত ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি সরাসরি অভিযোগ করেন, “এই মামলা যে ভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিছুই বোঝা যাচ্ছে না।” এমনকি প্রয়োজনে নিজের হয়ে নিজেই সওয়াল করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আদালত সূত্রে খবর, রাজ্য শিক্ষা দফতরের আধিকারিক রাজেশ লায়েকের সাক্ষ্যগ্রহণ চলছিল সেই সময়। অভিযুক্ত পক্ষের সওয়ালের মধ্যেই শুরু হয় তর্কাতর্কি। উপস্থিত আইনজীবীদের কেউ কেউ জানান, অপর পক্ষের ‘চিৎকারে’ সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। তাতেই অসন্তুষ্ট হয়ে আদালত ছেড়ে বেরিয়ে যান সিবিআইয়ের আইনজীবীরা।
তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, গোটা ঘটনার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে সিবিআইয়ের শীর্ষ আধিকারিকদের। এমনকি দিল্লি সদর দফতরেও পাঠানো হতে পারে রিপোর্ট। কিছুক্ষণ পর আদালতে এসে উপস্থিত হন সংস্থার এসপি-স্তরের আধিকারিক। তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত উভয় পক্ষ কাজ চালিয়ে যেতে রাজি হন। আপাতত বিষয়টির নিষ্পত্তি হলেও, আদালত-পাড়ায় জল্পনা— এর রেশ কি এখানেই থামবে?
সুপ্রিম কোর্ট এর আগেই নির্দেশ দিয়েছিল— ১৪ অক্টোবরের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। তবে সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। পার্থের মামলায় শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জামিন মিলবে না।