ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২৭ |
প্রাণদায়ী ৭১টি ওষুধের দাম বেঁধে নতুন বিজ্ঞপ্তি দিল কেন্দ্র
ফাইল ছবি
ফের জীবনদায়ী ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। যার মধ্যে তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবিটিসের মতো প্রাণদায়ী ওষুধও। নয়া বিজ্ঞপ্তি জারি করে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর কেন্দ্রের নির্দেশে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) এই দাম ধার্য করেছে ।
নতুন বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, কেন্দ্রের বেঁধে দেওয়া দাম নির্দিষ্ট কিছু সংস্থার তৈরী করা প্রায় ৭১ টি ওষুধের উপরই কার্যকর হচ্ছে। যেমন- ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই ওষুধের দাম ১১ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পেপটিক আলসারের চিকিৎসায় ব্য়বহার করা হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্স’-এর একটি ওষুধ। যা তৈরি হয় ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রণে। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে ১৬২ টাকা ৫০ পয়সা।
এছাড়া ডায়াবিটিস চিকিৎসায় ব্য়বহৃত কিছু সংস্থার ২৫টি ওষুধেরও দাম বেঁধে দেওয়া হয়েছে। এগুলির মধ্যে সিটাগ্লিপ্টিন রয়েছে। এমনকী কিছু সংস্থার তৈরি প্যারাসিটামল ওষুধেরও দাম স্থির করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্য়ম সূত্রে খবর, ২০১৩ সালের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনে এই নতুন দাম স্থির করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে দেশে ৭৪৮টি ওষুধের দাম বাড়ায় কেন্দ্র। মূল্যবৃদ্ধির বাজারে প্রাণদায়ী ওষুধের এহেন দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল আমজনতার। কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছিল বিভিন্ন বিরোধীদল।