You will be redirected to an external website

আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি কেন্দ্রীয় এজেন্সির

The political and legal conflict surrounding the ED's search of the IPAC Salt Lake Sector Five office and the Loudon Street residence of the organization's leade

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি কেন্দ্রীয় এজেন্সির

আইপ্যাকের (IPAC case) সল্টলেক সেক্টর ফাইভের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি সংঘাত নতুন মোড় নিতে চলেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister , Mamata Banerjee) এবং তাঁর সঙ্গে থাকা আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court ) দ্বারস্থ হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Central Agency)। খুব শীঘ্রই শীর্ষ আদালতে মামলা দায়ের করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রের দাবি, এই বিষয়ে দফতরের পদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

বৃহস্পতিবার সকালে ইডির অভিযান শুরুর খবর পেয়ে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের কমিশনার। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীকে একটি সবুজ ফাইল হাতে বেরোতে দেখা যায়। সেখান থেকে তিনি যান সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে। সেখানেও ইডির তল্লাশির মধ্যেই হাজির হন তিনি। এই ঘটনাকেই তদন্তে বাধা বলে দাবি করে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন ওই মামলায় মুখ্যমন্ত্রী এবং তাঁর সঙ্গে থাকা অফিসারদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানায় ইডি। তবে বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি মুলতুবি রেখে শুনানির দিন ধার্য করেন ১৪ ফেব্রুয়ারি। জরুরি শুনানির আর্জি জানিয়ে এদিন ইডি ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেহেতু মামলাটি একটি নির্দিষ্ট এজলাসে মুলতুবি রয়েছে, তাই অন্যত্র তা স্থানান্তর করা যাবে না। ফলে ১৪ তারিখেই মামলার শুনানি হবে।

এর পরেই আইনি বিকল্প খতিয়ে দেখতে শুরু করে ইডি। সূত্রের দাবি, আগামিকালই শীর্ষ আদালতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সংস্থা।

প্রসঙ্গত, এদিন এজলাসে বারবার সতর্ক করার পরও হইচই বন্ধ না হওয়ায় এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভিড় না কমায় বিচারপতি লিখিত নির্দেশে জানান, এদিনের মতো মামলার শুনানি স্থগিত রাখা হচ্ছে। ফলে শুক্রবার কোনও শুনানি হয়নি। আদালত জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। এদিন মামলার লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থাও ছিল না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

What is the function of soluble fiber? While insoluble fiber only bulks up stool, soluble fiber absorbs water and forms a soft gel-like structure. Read Next

ডায়েটে ফাইবারের পরিমাণ ...