হাসপাতালের করিডরে পড়ে মৃতদেহ, খুবলে লেখ কুকুরে! চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিক্যালে |
সেতুর উপর দিয়ে বইছে চাকা নদীর জল! পুরুলিয়ায় ঝুঁকির পারাপার
চাকা নদীতে জলস্রোত
কয়েক দিন ধরে রাজ্য়ের একাধিক জেলায় লাগাতার বৃষ্টি। আরামবাগ, নলহাটি সহ বাঁকুড়ার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি। সেই সঙ্গে জেলার নদীগুলির চিত্র বদলেছে। বাঙরি,দামোদর,শিলাবতি,আমোদর, সহ একাধিক নদীতে বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। একই ছবি পুরুলিয়ার চাকা নদীতে। নদী পারাপারের সেতুর উপর দিয়ে বইছে জল। প্রশাসনের হস্তক্ষেপের দাবি গ্রামবাসীদের।
নাগাড়ে বৃষ্টি। নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না। তারপর জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। প্রবল বর্ষণের জেরে পুরুলিয়ার পুড়িয়ারা থেকে টাড়ামোড় যাওয়ার পথে প্রতাপপুর গ্রামের কাছে চাকা নদীর উপর অবস্থিত সেতু কার্যত জলের তলায়। সেই সেতু দিয়েই চরম ঝুঁকি নিয়েই এই সেতু পারপার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। কিন্তু প্রশাসনের দেখা নেই এমনই দাবি গ্রামবাসীদের।
জানা গেছে, ওই সেতু এলাকার প্রায় ৫০টি গ্রামের মানুষের পুরুলিয়া সদর শহরে যাওয়ার একমাত্র সহজ পথ। স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষাকালে বেশিরভাগ সময়ই সেতুর উপর দিয়ে জল প্রবাহিত হয়। উপরন্তু সেতুতে কোনো গার্ডওয়াল না থাকায় যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি গ্রামবাসীদের। জীবনের ঝুঁকি নিয়ে নিত্য়দিন সেই সেতু পার হচ্ছেন এলকার মানুষ। বর্ষার সময় এই পথ বন্ধ হয়ে গেলে চরম সমস্যার মুখে পড়তে হবে তাদের। জানানো হয়েছে স্থানীয় প্রশাসনেক কাছে কিন্তু কারোর দেখা নেই বলেই অভিযোগ এলাকাবাসীর। এখন তাদের একটাই দাবি এই সেতু আরও উঁচু করে গার্ডওয়াল দিয়ে তৈরী করার ব্যবস্থা করুক প্রশাসন যাতে নিরাপদে যাতায়াত করা যায়।