You will be redirected to an external website

গঙ্গাসাগর পৌঁছানো এবার আরও সহজ, মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে মুখ্যমন্ত্রীর ‘স্বপ্নের সেতু’

Finally, the much-discussed Gangasagar Bridge is going to be built over the Muriganga River.

মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে মুখ্যমন্ত্রীর ‘স্বপ্নের সেতু’

অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের সেতু। সোমবার এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সেতু তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে থাকা কচুবেড়িয়া জুড়ে যাবে। এর ফলে একদিকে গঙ্গাসাগরে পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপে বসবাসকারী মানুষের যাতায়াতের সুবিধা হবে। তেমনই নন্দীবন্দর তৈরির সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। বিপদ হাতে নিয়ে মানুষকে আর ভেসেলে করে নদী পাড় হতে হবে না। বলা ভালো, যাতায়াতে বিপ্লব ঘটাবে গঙ্গাসাগর সেতু।

প্রায় ছয়বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সেই সাহায্য পাওয়া সম্ভব হয়নি! সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের কথা ভেবে সেতু গড়তে উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে বাস্তব হতে চলেছে তাঁর দেখা স্বপ্ন! মুড়িগঙ্গার উপর তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু। উভয়পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভসূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু প্রকল্পে আনুমানিক ব্যয় প্রায় ১,৬৭০ কোটি টাকা ধরা হয়েছে। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। শুধু তাই নয়, সেতু নির্মাণে জমির অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে বলে খবর। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Bengal BJP's strongman leader Dilip Ghosh was caught in a familiar mood after being ordered to take to the field at the Shahi Baithak. Read Next

বেলাগাম হতেই ফের সেন্সর! ...