ছবি - ইন্টারনেট
বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলেই বীরভূম পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। অন্যদিকে, রবিবার থেকেই ভাষা আন্দোলন শুরু করতে চলছে তৃণমূল। একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন।
ওড়িশা থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে। নিত্যদিন বাঙালিদের হেনস্তার খবর সামনে এসেছে। এই আবহে, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু করছে তৃণমূল। সপ্তাহের প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে পথে নামবে তৃণমূল।
তৃণমূল সূত্রে খবর, সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর ১২ টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কর্মশ্রী, স্বাস্থ্যসাথী সহ সরকারি প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন। বিকেলে যোগ দেবেন ভাষা আন্দোলনের মিছিলে। ট্যুরিস্ট লজ মোড় থেকে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার প্রতিবাদ মিছিল হবে। জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফর ও ভাষা আন্দোলন নিয়ে বীরভূমে তৎপরতা তুঙ্গে উঠেছে। ২০২৬-এর নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে নেত্রী কী বার্তা দেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলের নেতা, কর্মীরা। মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে ইলামবাজারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।