You will be redirected to an external website

অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী! করলেন বকাঝকা, কেমন আছেন গায়ক?

Chief Minister Mamata Banerjee suddenly reached the private hospital along the bypass on Tuesday afternoon.

অসুস্থ নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী!

মঙ্গলবার বিকেলে আচমকাই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর, এ দিন সাড়ে তিনটে নাগাদ নচিকেতা চক্রবর্তীকে দেখতে যান তিনি। প্রায় পনেরো মিনিট সেখানে ছিলেন বলে খবর।

হাসপাতাল সূত্র ও ঘনিষ্ঠদের দাবি,  নচিকেতার চিকিৎসার অগ্রগতি, ওষুধের প্রতিক্রিয়া—সবকিছুই খুঁটিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী। শরীরের এত অবহেলা কেন? তা নিয়ে নচিকেতাকে  বকাঝকাও করেন তিনি— ভবিষ্যতে নিয়ম মেনে চলার পরামর্শও দেন।

এদিকে, দু’টি স্টেন্ট বসানোর পর দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন নচিকেতা। আইসিইউ থেকে ইতিমধ্যেই জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে তাঁকে। স্বাভাবিক খাবার খাচ্ছেন, কথাবার্তাও বলছেন নির্দ্বিধায়। মঞ্চে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন গায়ক। এর আগে দ্য ওয়ালকে গায়কের মেয়ে ধানসিঁড়ি জানিয়েছিলেন গায়ককে খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। হাসপাতাল সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া মিলতে পারে তাঁর।

শনিবার গভীর রাতে প্রথম বিপদ! আচমকা বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম—সব লক্ষণ দেখা দিতেই পরিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, হার্টে ব্লকেজ ধরা পড়েছে। পরিবারের সম্মতি মিলতেই সিদ্ধান্ত—অস্ত্রোপচার। দু’টি স্টেন্ট বসানো হয় নচিকেতার হৃৎপিণ্ডে।

চিকিৎসকদের ধারণা, টানা শো, রিহার্সাল, একের পর এক অনুষ্ঠানের চাপ—এই অতিরিক্ত পরিশ্রমই গায়কের অসুস্থতার কারণ। আপাতত নজরদারিতেই আছেন নচিকেতা, আর তাঁর মঞ্চে ফেরার অপেক্ষায় অগণতি শ্রোতা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Assam government has again distributed scooters to encourage meritorious students who secured more than 80 percent marks in the Higher Secondary Exam. Read Next

উচ্চ মাধ্যমিকে ৮০%-এর বেশ...