You will be redirected to an external website

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যু! উত্তপ্ত কল্যাণী জে এন এম হাসপাতাল

Child dies due to medical negligence! Kalyani JNM Hospital under fire

জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল

চিকিৎসার গাফিলতিতে এক শিশুর মৃত্যুর অভিযোগ তুমুল উত্তেজনা নদিয়ার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। পরিস্থিতি উত্তাল হতেই ঘটনাস্থলে পৌছয় কল্যাণী থানার পুলিশ। 

হাসপাতাল সূত্রে খবর মঙ্গলবার মাথা যন্ত্রণা এবং বমি নিয়ে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা সিটি স্ক্যান করাতে বলেন। সেই মতো বুধবার সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা বলেন শিশুটির এমআরআই করার প্রয়োজন। কিন্তু চিকিৎসকরা পরামর্শ দেন এমআরআই করার জন্য তাকে অজ্ঞান করতে হবে। সেই শারিরীক পরিস্থিতি শিশুটির নেই। ফলে স্বাস্থ্যের উন্নতি হলে তবেই এই টেস্ট করার কথা বলেন চিকিৎসকরা।

কিন্তু শিশুর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে ওই বিভাগের জুনিয়র চিকিৎসক এবং নার্সেরা সিটি স্ক্যানের জন্য পরিবারের সদস্যদের চাপ সৃষ্টি করতে থাকে। আরও অভিযোগ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বলা হয়, সিটি স্ক্যান না করলে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে ওই শিশুকে।শুধু তাই নয় পরিবারের সদস্যদের আরও অভিযোগ,  তাঁদেরকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয় সিটি স্ক্যানের জন্য। এরপর ওই শিশুকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান বিভাগে। সিটি স্ক্যান বিভাগে নিয়ে যাওয়ার পর জুনিয়র চিকিৎসক শিশুকে ঘুমের ওষুধ দিয়ে ভ্যাকসিন দেন। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি শিশুর।

 শনিবার সকালে চিকিৎসকরা শিশুর পরিবারকে জানান তার মৃত্যু হয়েছে। তারপরই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Supreme Court writes to Centre, asks for vacating Chief Justice's house Read Next

প্রধান বিচারপতির বাড়ি ...