উত্তরে বৃষ্টি থামবে কবে? জানাল হাওয়া অফিস
দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা (clody), আর সেই কারণেই শনিবারের তুলনায় প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা (temperature falls)। তাহলে কি এটাই আভাস যে, রাজ্যে শীত (winter in west bengal) এল বলে? খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather update)।
এদিন হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন - সোমবার ও মঙ্গলবার, দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ৫ -৬ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের মতে, এই বৃষ্টির সম্ভাবনার কারণ মায়ানমার উপকূলের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপ অক্ষরেখা। তবে ৬ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে। ধীরে ধীরে আবহাওয়া শুকনো হবে, আর পারদ নামবে আরও নিচে।
উত্তরবঙ্গে আজ কিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এর কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভেজার সম্ভাবনা রয়েছে। তার পর থেকে পরিস্থিতির উন্নতি হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের এই পারদপতন আগামী পাঁচ দিন বজায় থাকবে। এখন থেকেই কি শীতের আগমনী সুর শুরু হয়ে গেল? অপেক্ষায় রাজ্যবাসী।